পাতা:বসন্ত - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাধবী সে কি ভাবে গোপন রবে: লুকিয়ে হৃদয় কাড়া । তাহার আসা হাওয়ায় ঢাকা, সে যে সৃষ্টিছাড়া । হিয়ায় হিয়ায় জাগল বাণী, পাতায় পাতায় কানাকানি, “ওই এল যে” “ওই এল যে’ পরান দিল সাড়া । এই তো আমার আপনারি এই ফুল ফোটানোর মাঝে তারে দেখি নয়ন ভীরে कान् दूgeद्र अतcख । এই-যে পাখির গানে গানে চরণধবনি বয়ে আনে, বিশ্ববীণার তাদের তারে এই তো দিল নাড়া । es কবি, ঐ তো পূৰ্ণচন্দ্ৰ উঠেছে দেখছি । কবি দখিন হাওয়ায় যেন কোন দেবতার স্বপ্ন ভেসে এল । दूख শুধু দখিন হাওয়ায় ওকে ভাসালে চলবে না কবি, তোমার গানের সুরও চাই । জগতে কেবল যে দেবতাই আছেন তা তো নয় । Sህም