পাতা:বোম্বাই চিত্র - সত্যেন্দ্রনাথ ঠাকুর.pdf/৩৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ტ\ხპ বোম্বাই চিত্ৰ । নিদ্রিত ছিলেন। বিদ্রোহীদলের নেতা সমরসিংহ। তুলাজী পাওয়ার নামক রাঘোবার অনুচর সমরসিংহের সহযোগী । বিদ্রোহীগণ সম্মুখ দ্বার ছাড়িয়া অন্য দ্বার দিয়া প্রাসাদে প্ৰবেশ লাভ করত পেশওয়ার শয়নগৃহের দিকে ধাবিত হইল। নারায়ণরাও তাহদের গোলমাল শ্রবণে ভীত হইয়া কাকার প্ৰকোষ্ঠে প্ৰবেশ করিলেন—সমরসিং তঁাহার পশ্চাৎ পশ্চাৎ চলিল। যুবক কাকার পায়ে কঁাদিয়া পড়িয়া কাতর স্বরে প্রাণভিক্ষা চাহিলেন । রাঘো বা সমরসিংহকে ক্ষান্ত হও বলিয়া অনুরোধ করিলেন। কিন্তু সে অনুরোধ। শোনে কে ? সমরসিং উত্তর করিল, “এতদূর আসিয়া এখন কি আমি নিজেই মরিতে যাইব; ছাড়িয়া দেও নতুবা তুমি ও মারা পড়িবে।” রাঘো বা ছাড়াইয়া ছাতে গিয়া লুকাইয়া রহিলেন । নারায়ণরায় ও পলায়নোদ্যত কিন্তু পাষণ্ড তুলাজী ভঁাহার পা টানিয়া ভঁাহাকে ধরাশায়ী করিল। এমন সময় চাপাজী নামক একজন বিশ্বাসী রাজভূত্যের প্ৰবেশ। তার হাতে যদিও কোন অস্ত্ৰ শস্ত্ৰ নাই, সে দৌড়িয়া গিয়া তাহার। প্ৰভু ও অস্ত্ৰধারীদের মধ্যে ব্যবধান হইল। তাহাকে দেখিয়া নারায়ণরা ও তাহার গলা জড়াইয়া ধরিলেন-চাকর মনিব দুজনেই নরাধম। নিষ্ঠুর হন্তারকদ্বয় কর্তৃক নিহত छ्छेळल । রাঘো বা এই হত্যাকাণ্ডে সংলিপ্ত কি না তাহার কোন প্ৰমাণ ছিল না—রামশাস্ত্রীর উপর অনুসন্ধানের ভার দেওয়া হইল। রামশাস্ত্রী ন্যায়বান, সত্যনিষ্ঠ স্পষ্টবাদী সুবিজ্ঞ বিচারপতিরামশাস্ত্রী } পুণাদরবারে বশিষ্টস্বরূপ ছিলেন। ছোট বড়