পাতা:বোম্বাই চিত্র - সত্যেন্দ্রনাথ ঠাকুর.pdf/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

निकृ-कांश्निौ dò o করিয়া যুবরাজ-পত্নী আলেকজান্দ্রার নামে তাহার নামকরণ করিয়াছেন। এটি ভঁর বিশেষ যত্নের ধন-ভঁার বৃদ্ধ বয়সের একমাত্র অবলম্বন । লোক দেখাইবার এই একটী জিনিশ পাইয়া মা—জী হাতে এক কাজ পাইয়াছেন, নতুবা পেন্সন লইয়া নিষ্কৰ্ম্মার ন্যায় জীবন যাপন করিতে বাধ্য হইতেন । কোথায় ব্রিটিশ রাজ পরিবার—কোথায় বড় লাট সাহেবকোথায় পোৰ্ভগীস গবৰ্ণর জেনেরাল কোন একজন বড় লোক বোম্বায়ে এলে হয়, অমনি মা—জী ভঁাহাকে ধরিয়া আপনার স্কুল পরিদর্শনার্থ লইয়া যাইতে ব্যস্ত। ঈশ্বরের কৃপায় স্কুলটীি এখন ভাল চলিতেছে-ছাত্রী সংখ্যা শতাধিক, তাহার প্রায় সকলেই পারসী বালিকা-দুজন মাত্ৰ হিন্দু কন্যা । হিন্দুরা এই বিদ্যালয়ে মেয়ে পাঠাইতে চান না তার এক কারণ মনে হয় যে এখানে দেশীয় ভাষা শিক্ষার কোন ব্যবস্থা নাই, কেবলি ইংরাজি শিক্ষা । পারসীদের মাতৃভাষা যে গুজরাতী, তাহ শেখান হয় না কেন ? এ প্রশ্নের সন্তোষকর উত্তর ভাবিয়া পাওয়া দুষ্কর। বোধ করি। ইহা ইউরোপীয় সভ্যতার উপর প্রতিষ্ঠাতার অপার অনুরাগের ফল । কিন্তু ইউরোপীয় সভ্যতার খাতিরে বৃদ্ধ মা-জী ভঁাহার জরতোস্তী প্রার্থনামালা আবৃত্তি করিতে শৈথিল্য করেন না। প্রত্যহ সকালে তিনি দুরূহ জন্দ ভাষায় বীজ বীজ করিয়া “মনস্ত্রী গবনী কোনমী” কত কি মন্ত্র পাঠ করিতেন—সে ছবি আমার মানসপটে এখনো জ্বলন্ত দেখিতেছি। মা-জীর দুই কন্যারিত্বের গুণের কথা কি কহিব, তঁহাদের Y 8