পাতা:বঙ্গের বাহিরে বাঙ্গালী (উত্তর ভারত) - জ্ঞানেন্দ্রমোহন দাস.pdf/২২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰয়াগ । 84 শ্ৰীশবাবুর ন্যায় নিভুল ক্ষিপ্ৰলেখক আর কেহ ছিলেন না। র্তাহার নিকট শ্ৰীমতী । বেসান্ট স্বীয় ঋণ স্বীকারচ্ছলে ১৮৯৬ অব্দের অক্টোবর মাসে থিওসিফিক্যাল সোসাইটী সভার ৬ষ্ঠ বাষিক অধিবেশনে বারাণসীধামে যে বক্তৃত করেন তাহাতে বলিয়াছিলেন ;— । "I am indebted to Babu Srish Chandra Bose, Munsif of Benares, for the wonderfully accurate report which he most kindly took of the discourses. I have been reported by the best London men, but have never sent a report to the press with less correction than that supplied by my amateur friend.' বারাণসীর সেণ্টাল হিন্দুকলেজ প্রতিষ্ঠা ও তাহার উন্নতিকল্পে শ্ৰীশবাবু গুরুতর পরিশ্রম করিয়াছেন। তিনি ঐ কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা এবং ন্যাসরক্ষক। থিওসিফিক্যাল সোসাইটি নামক সম্প্রদায়ের তিনি একজন অকপটকৰ্ম্মী। উহার উন্নতি, বৃদ্ধি এবং সৰ্ব্ববিধ হিতসাধনে তিনি কখন কুষ্ঠিত নহেন। শ্ৰীশবাবু ১৯০১ অব্দে এলাহাবাদে বদলি হন। এখানে আসিয়া তিনি হিন্দুশাস্ত্র ও বৈদিক ব্যাকরণ সাধারণের সুগম করিবার মানসে বিবিধ গ্ৰন্থ প্ৰণয়ন করিতে থাকেন। ইংরেজি ভাষা ভারতের সাৰ্ব্বত্র এবং জগতের অধিকাংশ স্থানে প্ৰচলিত বলিয়া তিনি শাস্ত্ৰগ্ৰন্থ এবং বৈদিক সাহিত্য ও ব্যাকরণ ইংরেজিতে প্ৰণয়ন ও অনুবাদ করিয়া প্ৰয়াগস্থ স্বীয় ভদ্রাসন “ভুবনেশ্বরী আশ্রমের” একান্তে স্থাপিত “পাণিনি কাৰ্য্যালয়” হইতে প্ৰকাশ করিতে থাকেন। এখানে তঁাহার। বিরাট কীৰ্ত্তি পাণিনির অষ্টাধ্যায়ী * সমাপ্ত করেন। উহা রয়াল আটপেজী আকারে ১৬৮২ পৃষ্ঠায় সম্পূর্ণ হয়। র্তাহার অপর কীৰ্ত্তি “সিদ্ধান্তকৌমুদীর” সটীক সানুবাদ সংস্করণ। এই বিরাট গ্রন্থও উক্ত আকারের ২৪০০ পৃষ্ঠায় সম্পূর্ণ। র্তাহার অষ্টাধ্যায়ী প্ৰকাশিত হইলে কাশীর মহামহোপাধ্যায় বেদজ্ঞ পণ্ডিতগণ ভারতের নানা প্রদেশের প্রধান প্ৰধান পত্ৰসম্পাদকগণ এবং য়ুরোপ ও আমেরিকার জগদ্বিখ্যাত পণ্ডিতগণ এই প্ৰবাসী বাঙ্গালী শ্ৰীশ বাবুর অসাধারণ পাণ্ডিত্য ও প্রতিভার | -rrrrrr prir=r -. , in a

  • The Astadhyayi of Panini-complete in 1682 pages, Royal Octavo : containing Sanskrit Sutras and Writtis with Notes and Explanations in English, based on the celebrated Commentary called the Kasika.