পাতা:বৌদ্ধধর্ম - সত্যেন্দ্রনাথ ঠাকুর.pdf/৩২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৌদ্ধধৰ্ম্ম । বুদ্ধদেব কহিলেন যে ব্যক্তি এই মনসাকৃতি গ্রামে জন্মগ্রহণ করিয়াছেন, যিনি । এখানে আজীবন বাস করিতেছেন, তিনি কি এই গ্রামের তাবৎ পথঘাট বলিয়া দিতে পারেন না ? উত্তর-অবশ্যই পারেন। এই পৃথিবীতে সেইরূপ তথাগত বুদ্ধ সময়ে সময়ে অবতীর্ণ হন-তিনি বিজ্ঞানময়-মঙ্গল নিকেতন। তিনি পৃথিবীর সমস্ত । বৃত্তান্ত অবগত আছেন-স্বৰ্গ, মৰ্ত্ত্য, পাতাল, ব্ৰহ্ম শৰ্ম্মন ব্ৰাহ্মণ সুর, নর, মার, ভূত, প্ৰেত-সর্ব চরাচর তিনি জানিতেছেনসত্য তিনি নিজে জানিতেছেন এবং অন্যকে উপদেশ দিয়া থাকেন । তিনি জগদগুরু-সেই সত্য ধৰ্ম্ম তিনি জগতে প্রচার করেন-- যে ধৰ্ম্মের আদি মধুর, অন্ত মধুর-মধুর যাহার গতি-যাহার উন্নতি মধুময়। যখন কোন গৃহস্থ উচ্চবংশীয়ই হউন আর নীচকূলজাতই হউন-তথাগত-কথিত সত্য যখন তঁহার শ্ৰীকৃতিগোচর হয়- সে সত্য শ্রবণ করিয়া তিনি তথ্যাগতের উপর সম্পূৰ্ণ বিশ্বাস স্থাপন পূর্বক মনে মনে চিন্তা করেন— ংসার কেবলই দুঃখময়-সংসারী ব্যক্তি মোহ-পাশে আবৃত, বাসনাপঙ্কে নিমগ্ন-যিনি সংস্কারাসক্তি পরিত্যাগ করিয়াছেন, বায়ুর ন্যায় তাহার মুক্ত জীবন। সংসারের মধ্যে স্ত্রী-পুত্ৰপরিবারে পরিবৃত হইয়া, তিনি মহত্তর পবিত্ৰতর জীবনের স্বাদ গ্রহে অক্ষম। অতএব অন্য হইতে আমার প্রপতিশােস্কা এই Sð 萨