পাতা:সুকথা - দীনেশচন্দ্র সেন.pdf/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

έχεται খ্যান করিতে হইয়াছে। তিনি দরিদ্র ও অক্ষম ব্যক্তির কাৰ্য্য অনেক সময় অর্থ গ্ৰহণ না করিয়া নিজে নানারূপে ক্ষতিগ্ৰস্ত হইয়াও করিয়া দিয়াছেন ; কিন্তু সম্পন্ন মকেলের নিকট র্তাহার দাবী এক কপৰ্দকও হ্রাস করেন নাই । তাহার দাবী এত বেশী ছিল যে, তাহা একরূপ নিষেধাত্মক বলিলেও অত্যুক্তি হয় না। অথচ র্তাহার কাৰ্য্যের অবধি ছিল না । তিনি যাহার কাৰ্য্য হাতে লইতেন, প্ৰাণান্ত পরিশ্রম করিয়া তাহা সুসম্পন্ন করিতেন । র্তাহার হাতে মোকদ্দমাটি দিতে পারিলে মকেল একবারে নিশ্চিন্ত হইতে পারিত । তঁহার অক্লান্ত পরিশ্রমের কথা লিখিয়া শেষ করা যায় না। ইহা কাহারও অবিদিত নহে, কাঞ্চনপুরের সাহাদের মোকদ্দমার জন্য অপরিমিত পরিশ্রমই ভঁাহার হঠাৎ স্থত্যুর কারণ। প্ৰাতঃ