লক্ষৈক কেতন গগনে তুলিয়া, দুন্দুভি নিনাদে বিশ্ব প্রকম্পিয়া, অবনী মণ্ডল করিলে শাসন। (৩৯) এখনও দেখ ইউরোপ খণ্ড, শাসিতেছে রুম বিক্রমে প্রচণ্ড, অরাতি নিকরে বরি লণ্ডভণ্ড গগনে তুলিয়া চন্দ্রাদ্ধ কেতন। জেরু-জালেমের সুনীল আকাশে, ইসলাম পতাকা গৌরব বিকাশে, এখনাে উড়িয়া সুমন্দ বাতাসে, ইসলাম বিক্রম করিছে ঘোষণা। (8ο) এখনও দেখা মরক্কো সুদানে, এখনও দেখ ইরাণে তুরাণে, এখনও দেখা মিশর আফগানে, গরজে মোসলেম বীর দম্ভ ভরে। এখনাে তঁদের জ্ঞান বিদ্যা বুদ্ধি, এখনো তাদের বীর্য্য শৌর্য্য ঋদ্ধি, এখনো তাদের সাধনার সিদ্ধি, W, চকিত হেরিয়া অমর নিকরে। (8S) যাক সে সকল দাওরে ছাড়িয়া, ভারতেই দেখ নয়ন মেলিয়া, অযোধ্যা পাঞ্জাব বােম্বাই যুড়িয়া, যত মুসলমান ঐক্যেতে মিলিয়া, অতীত গৌরবে প্রলুব্ধ হইয়া, ছুটিছে কেমন উন্নতি-পথে। দেখ তারা সবে করি প্রাণপণ, জাতীয় উন্নতি করিতে সাধন, “মাভৈঃ” “মাভৈঃ” করি উচ্চারণ,
পাতা:অনল-প্রবাহ - সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী.pdf/১৯
অবয়ব