পাতা:দৃষ্টিপ্রদীপ - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়.pdf/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নেছিলাম-ঢোলকে যখন হাত দেবে, আঃ, যেন মেঘ ডাকচে, বাবাজী । তা আপনাদের আখড়ায় এক দিন শ্যামসুন্দর জীউকে শুনিয়ে দিই। কিছু খরচ দিতে হবে না, তেল তামাক {ার কিছু জলখাবার -জলখাবার-টাবার হবে না পাল-মশায়। তা ছাড়া আসর খাটানো ওসব কে করে ? न श्थं । মালতী আমায় এসে বললে-উদ্ধব-জ্যাঠাকে বলুন, যাতে যাত্ৰাটা হয়। আমি লিখাবার দেব, জ্যাঠাকে সেজন্যে ভাবতে হবে না। আপনাকে কিন্তু আসরের ভার নতে হবে । BDt BDBDDYSLBDD BD LDBBD BDB SS BDB KDBBD DS মালতী মিনতির সুরে বললে-লক্ষ্মীটি, নিতেই হবে । যাত্রা যে আমি কতকাল শুনি ন। দেশের দলটা উৎসাহ না পেলে নষ্ট হয়ে যাবে। আপনি আসরের ভার নিলেই আমি ३:द्र द’८ळ *iर्लांझे । --না, আমি পারবো না, সোজা কথা । তুমি ওবেল ও-রকম রাগ ক’রে চলে গেলে কন ? --তাষ্টি রাগ হয়েছে বুঝি ? কথায় কথায় রূণগ । --রাগ জিনিসটা তোমার একচেটে যে ! আবু কারও কি রাগ হ’তে আছে ? -আচ্ছা, আমি আর কখনও ও-রকম করব না। আপনি বলুন ওদের, কেমন তো ? যাত্রা হয়ে গেল-মালতী ওদের ছানা খাওয়ালে পেট ভ’রে। বললে-গ্লাব রাস্তা থেকে লোক ডেকে এনে খাওয়াতেন। আর আমরা মুখ ফুটে যারা খেতে চাইছে, তাদের খাওয়াব না ? দলে ছোট ছোট ছেলেরা আছে, রাত জেগে চেচিয়ে শুধু মুখে ফিরে যাবে, এ কখনও श? মালতী অনেক বৈষ্ণব-গ্ৰন্থ পড়েছে। সময় পেলেই বিকেলে আমার কাছে বই নিয়ে আসে, দু-জনে পুকুরপাড়ে গাছের ছায়ায় গিয়ে বসি । আমার হয়েছে কি, সব সময। ওকে পেতে ইচ্ছে করে, নানা কথাবার্তায় ছল-ছুতোয় ওকে বেশীক্ষণ কাছে রাখতে ইচ্ছে শৰে । কিন্তু বিকেলের দিকে ছাড সারাদিন ওর দেখা পাওয়া ভার। ওর কাছে বুদ্ধের কথা বলি, সেন্ট ফ্রান্সিসের কথা বলি। ও আমাকে শ্ৰীচৈতন্তে র কথা, শ্ৰীকৃষ্ণের কথা। fभभिझ 影 এক দিন হঠাৎ আবিষ্কার করা গেল মালতী বই লেখে। কি কাজে পুকুরের ঘাটে গিয়েছি দুপুরের পরে, দেখি বাধানো সিডির ওপর জামগাছের ছায়ায় একখানা খাতা পডে আছেপাশেই দোয়াত কলম-খাতাখানা উল্টে দেখি মালতীর হাতের লেখা। এখানে ব’সে লিখতে S8.