পাতা:কবিকঙ্কণ-চণ্ডী (প্রথম ভাগ) - চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8& কবিকঙ্কণ-চণ্ডী শাস্তি দেন, তখন আৰ তার বিশেষ যন্ত্রণা রহিল না। এই বা ও রুদ্র এবং শেখেৎ ও শক্তি ক্ৰমে অভিন্ন হইয়া উঠেন । এই সাপ পরে সকল দেশের দেবতাদের ভূষণ হইয়া পড়ে। যজুৰ্ব্বেদে রুদ্র একদিকে রোগচিকিৎসক, আবার অপর দিকে তিনিই রোগউৎপাদক-যে অন্নেষু বিবিধান্তি পাত্ৰেষু পিবতো উনান ( যজু, ১৬৬২) ।-তিনি ‘সাপ হয়ে কামড়ান ও বোজা হয়ে ঝাড়ান।” যজুৰ্ব্বেদে রুদ্র অসংখ্য-অসংখ্যাতা; সহস্রাণি যে কন্দ্র অধিভূম্যাম (যজু ৩৬৫৪) । তৈত্তিরীয় আরণ্যকে উমা রূদ্রেব স্ত্রী; সেইজন্য রূদ্রের নাম হইয়াছে উমাপতি । রুদ্রাধ্যায় বা শতরুদ্রীয় নামক যজুৰ্ব্বেদেব অংশে কন্দ্র হইয়াছেন গিবিশ, গিবিত্ৰ ; র্তাব দেহ বৰ্ণ লোহিত, কণ্ঠ নীল-কৃষ্ণবৰ্ণ মেঘের উপব বিদ্যুৎফুৰণ অথবা সূৰ্য্যদেবতাব লোহিতাঙ্গে কৃষ্ণচিহ্ন। ঈজিপ্টের রা সূৰ্য্যদেবতা, পাবে রুদ্রে পবিবৰ্ত্তিত হন। অথবা রুদ্র অগ্নি-লোহিত শিখাব আভ্যন্তবে অঙ্গাবে বা কালিমা-কলঙ্ক থাকে, এইজন্য রুদ্রের নাম নীললোহিত । সাংখ্যায়ন ব্ৰাহ্মণ বলেন, সে দেবতা ঈশান ও মহাদেব নামে দেবসমাজে শেষ্ট ছিলেন তিনিই পরে শিব হন; রুদ্রেব সমস্ত গুণ পাবে শির্বে আবেপিত হয়। শতপথ-ব্ৰাহ্মণে অগ্নিকে মহাদেব বলা ঠাঈয়াছে ; মহাদে বা শব্দ বিশেষণ রূপে ব্যবহৃত হয় নাই, তাহ অগ্নিব অষ্ট নামেব মধ্যে এক নাম । শতপথ ও কৌষিতকী BBBB BBuYDBD BDDBBDD S BBDCDBDD S BBDSS KKDDKDD ggS0 শ্ৰীযুক্ত হরপ্রসাদ শাস্ত্ৰী মহাশয় দেখাইয়াছেন যে অথৰ্ব্ববেদে বা ১৫শ অধ্যায়ে মঠ দে৭ BBBB BBBD BBBB S BDDB ESBKS TTE0 DDKD0 DBYSYJSBBD DBD BDBB BBB ও পৃষ্ঠ লোহিত, তার অষ্টমূৰ্ত্তি । আমরা আগে দেখিয়াছি যে মাডাক ছিলেন ব্রাত্য বা পতিতদিগের্ব দেবতা। পববৰ্ত্তী কালেও শূদ্র চণ্ডাল ব্যাধি শবব ভিল্ল প্রভৃতি ব্রাত্য জাতি বা শিবপূজাব অধিকাৰী যে হইতে পারিয়াছিল তাব কাবণ আমবা এখানে পাই । ঋগ্বেদে ইন্দ্ৰ বৃহস্পতি রুদ্র প্রভৃতি দেবতাকে বৃষ বা বৃষভ বলা ত ইয়াছে তাদেব শ্ৰেষ্ঠত্ব প্ৰকাশের জন্য। এই বৃষ পরবত্তী কালে বরুদ্রের বাহন হয়। গৃহসূত্র রুদ্রতোষণের জন্য শূলগৰ যজ্ঞ অনুষ্ঠানের ব্যবস্থা দিয়াছেন ; এই যজ্ঞে আস্ত ধাড়কে শূলে বিদ্ধ করিয়' আগুনে পোড়াইয়া আহুতি দেওয়া হয়--র্যাড়ের শিক-কাবাব । ইহা হইতে পৌরাণিক শিবের অস্ত্ৰ শূল ও বাহন ষণ্ড কল্পনা করিবার সাহায্য হয়। সীরিয়া দেশের প্রাচীন অধিবাসী হেট্টাইটদিগের ( ১৪০০ পুৰ্ব্বথুষ্টাব্দ) এক দেবদম্পতি ছিলেন-দেবী ছিলেন বৃষরূপী ও দেবী ছিলেন সিংকী। পরে বুষারোহী