পাতা:পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর জীবনচরিত.pdf/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অধ্যায় । SVG তঁরা যেমন যত্ন, আমার জন্যও তদ্রুপ যত্ন করেন । কলিকাতায় থাকিতে একদিন কোন এক ব্ৰাহ্ম-বাড়ী হইতে সপরিবারে র্তাহার নিমন্ত্রণ হয়, কিন্তু তঁরা আমাকে সঙ্গে নিয়া যাইতে র্তার স্ত্রীকে নিষেধ করিয়া যান ; এজন্য শিবনাথ বাবু কাহাকেও সে বাড়ী যাইতে দেন নাই, এবং নিজেও সে কাৰ্য্যে যোগ দেন নাই। এৰূপ সাধু লোকের আশ্রয়ে থাকিতে পারিলে আমি আর কোন সুখ চাই না । আপনার স্নেহের চির দুঃখিনী কুমারী লক্ষ্মীমণি ।” হরিনাভিতে শিবনাথ যতদিন ছিলেন, লক্ষ্মীমণিও ততদিন পরিবারের একজন হইয়া সেখানে ছিলেন । হরিনাভিতে শিবনাথের শরীর একেবারে ভাঙ্গিয়া পড়িল । ১৮৭৪ সালে স্কুল সমুহের ডেপুটী ইনন্সপেক্টর রাধিক প্ৰসন্ন মুখোপাধ্যায় শিবনাথকে ভবানীপুরের নব প্ৰতিষ্ঠিত সাউথ সুবরবন স্কুলের হেন্ড মাষ্টার করিয়া ভবানীপুরে আনিলেন। তখন উমেশচন্দ্ৰ দত্ত মহাশয় হরিনাভি স্কুলের হেড মাষ্টার হইয়া হরিনাভিতে BBBDD S SDBBDD DBDBBB DDBDS DBBBBDLDS DD করিতে লাগিলেন । শিবনাথ প্ৰতি শনিবার হরিনাভিতে যাইতেন এবং রবিবার সেখানে থাকিয়া সোমপ্ৰকাশের কাজ করিতেন, কিছুদিন পরে সোমপ্রকাশ কাগজ এবং ছাপাখানা ভবানীপুরে উঠাইয়া আনিলেন। mninaluo