পাতা:পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর জীবনচরিত.pdf/২১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

tfasi waqqis 3ክrእ» নিয়মাবলী প্ৰস্তুত হইত। শিবনাথ আত্মচরিতে বর্ণনা করিয়াছেন যে, ক্লান্তিতে র্তাব শরীর ভাঙ্গিযা পড়িত, নিদ্রায় চক্ষু BDBS D DBDiSS DD DDDD DBD S BBBDBD D S BB হইয়া টেবিলেব তলায় গিয়া আস্তে আস্তে শুইয়া ঘুমাইয়া পড়িলেন । প্ৰথমে কেহ দেখেন নাই-পরে তঁর খোজ পড়িল, তখন সকলে দেখেন তিনি টেবিলের তলায় নিদ্রায় অচেতন। সকলে তার পা পরিয়া টানিয়া ব্যক্তির কবিলেন-- তখন আবার চোখে জল দিয়া নিয়মাবলীর প্রশ্নে মাথা ঘামাইতে বসিলেন । বাস্তবিক সাধাবণ ব্ৰাহ্মসমাজের নিয়মাবলী বিশেষDtDSDD DBDDDkBBD DD DDBDBB BBBS আনন্দমোহন বসু মহাশয়ের সুীর নিকট শুনিয়াছি যে এই নিযমাবলী প্রণয়নব্যাপারে তঁাব ও কষ্টেব একশেষ হইয়াছিল । সামাব আহাব নাই, নিদ্ৰা নাই-তিনি ক্রমাগত স্বামীর জন্য অপেক্ষা কবিয বসিয়া থাকিতেন । বাত্রে স্বামীবা শয়নেব অবসর চাই", না-তিনি বসিয়া বসিয়া হয়বাণ। তঁাব শয়ন গৃহেব ৬িতর শিবনাথ ‘অঙ্কবান্ত্ৰি পয্যন্ত কাজ কবিতে করিতে এক একদিন আনন্দমোহন বাবুর পাশেই ঘুমাইয়া পড়িতেন। এমন কবিয কান্ত রাত্ৰি অনিদ্রায় কাটাইয়া নিয়মাবলী প্ৰস্তুত হইয়া উঠিল। গোবিন্দচন্দ্র ঘোষ মহাশয় নিয়মাবলী প্রণয়নের সময় বিশেষ সাহায্য করিয়াছিলেন । সাধারণ ব্ৰাহ্মসমাজ স্থাপিত হইবামাত্ৰ চাবিজনকে প্রচারক মনোনীত করা হয়, যথা-বিজয়কৃষ্ণ গোস্বামী, গণেশচন্দ্র ঘোষ, রামকুমার বিদ্যারত্ন, এবং শিবনাথ । ইহারা সে সময় যে ভাবে কাৰ্যা করিয়াছিলেন, তাহ ব্ৰাহ্মসমাজের ইতিহাসে চিরস্মরনীয়।