পাতা:রঞ্জাবতী - ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ.pdf/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ᏹ Ᏹ Ꮎ " ब्रक्षत्रऊँी । দলু-ওঠে না লক্ষ্মী —যখন চন্দ্ৰ সেন সূৰ্য্য সেন দুটা ভাই দু’হাত ধরে আমার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ায়, তখন মনে হয়, স্বৰ্গসুখ এর চেয়ে কত বেশি। মরণ যদি হয় ত এই উপযুক্ত 게 লক্ষ্মী ।--না সর্দার ও কথা মুখে আনতে নেই মরণ কামনা করতে নেই। দলু।-বললেই কি আর মরণ আসছে, মরণ যখন আসবে তখন নিজের ইচ্ছাতেই আসবে, আর মরব। কি ! মুখে মরণের কথা বলি, কিন্তু মরণ মনে করতেও ভয় হয় । চন্দ্ৰ সুধিৰ্য্য আমার দুটা চোক এক দণ্ড তফাৎ হ’লে জগৎ অন্ধকার দেখি । মলে যদি বৈকুণ্ঠও লাভ হয়, সেখানে চন্দ্ৰ সুর্য্যিকে না দেখতে পেলে বৈকুণ্ঠও যে আমার ভাল লাগবে না লক্ষ্মী ! সেই জন্য রাজার কথা অমান্য করেছি, কিষ্ণুপুরের রাজা ছেলে নিয়ে যেতে চাইলে, তাকেও ছেলে ছেড়ে দিই নি! একদিন অম্বিকা SDD BBBS DBDBB DBBDDS HHBB DDDS S DBDBDSDD মনে মনে সংকল্প করেছিলুম, আবার যদি কখন ভগবান দিন দেন, আবার যদি ভাই পাই, ত তাকে প্ৰাণান্তেও আম্বিকা ছেড়ে যেতে দেব না। সেদিন এসেছে ভগবান তেমনিই হেসে মুখ চেয়ে রয়েছেন, কিন্তু এমন দিন কি থাকবে লক্ষ্মী । লক্ষ্মী -যার ইচ্ছায় দুঃখ তীরই ইচ্ছায় সুখ । র্যার ইচ্ছায় রাজার ছেলে মরেছে, রাণী মরেছে, আবার তারই DBB BB DDDSDBBDBD DDDDSS DBDB S DDB BD রাজার ছেলে হয় একি কেউ স্বপ্নেও বিশ্বাস করেছিল। তবে সেই ইচ্ছাময়ের ইচ্ছার ওপর নির্ভর করে পথ চল।