পাতা:পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর জীবনচরিত.pdf/২৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SG8 শিবনাথ-জীবনী । করিলেন সকলের প্রাণ মন যেন অমৃত্যুরসে তলাইয়া গেল । উপাসনা শেষ হইল, যথাসময়ে মহর্ষি ধীর গম্ভীর পাদক্ষেপে মন্দিরে আসিয়া উপস্থিত হইলেন, তাহার সেই শুভ্ৰ পবিত্ৰ ঋষি তুল্য মূৰ্ত্তি দেখিয়া সকলের হৃদয়ে কি এক অপরূপ ভাবের সঞ্চার হইল। মহর্ষি বেদীর উপর সমাসীন হইলেন, শিবনাথ নবদ্বীপচন্দ্ৰ দাস, আদিনাথ চট্টোপাধ্যায়, মহেন্দ্ৰনাথ চট্টোপাধ্যায় গুরুদাস চক্ৰবৰ্ত্তী, প্ৰকাশ দেব, কাশীচন্দ্র ঘোষাল এই সাতজন পরিচারক মহষির আশীৰ্বাদকাক্তক্ষী হইয়া নিম্নে উপবেশন করিলেন । শিবনাথ মহষির আশীৰ্ব্বাদ ভিক্ষা করিয়া সাধনাশ্রমের বিশেষ উদ্দেশ্য বর্ণনা করিলেন। মহাষি একে একে সকলের মস্তকে হাত দিয়া এই বলিযা আশীব্বাদ করিলেন যে, ব্ৰাহ্মধৰ্ম্ম সাধন, ব্ৰাহ্মসমাজের সেবা, এবং ব্ৰাহ্মধৰ্ম্ম প্রচার বিষয়ে যে নব সঙ্কল্প গ্ৰহণ করিয়াছ, সিদ্ধিদাতা পরমেশ্বর তোমাদের সে সঙ্কল্প পূর্ণ করুন। ” সেদিন ধারা মন্দিরে উপস্থিত থাকিয়া, ५ट्रे श्रविड झाथ দেখিয়াছিলেন, তঁদের জীবন ধন্য হইয়াছে। সেদিনকার BiDDS DBB SSi uBBB BBBDBD DDD DDSS SDDDD BDB SDYS হৃদয়ে বিহার করেন এবং লীলা করেন, সেদিন একথার প্রত্যক্ষ দৃষ্টান্ত দেখিয়া জীবন সার্থক করিয়াছি। এক মুহুর্তের মধ্যে শত শত হৃদয়ে তাড়িতের ন্যায় পবিত্ৰ সংকল্পের সঞ্চায় কে করিতে পারে ? মানুষের সাধ্য কি শত শত মানুষের চিত্ত লইয়া খেলা করে ? যিনি জনচিত্ত বিহারী, হৃদয়বাসীদেবতা, হৃদয় লইয়া খেলা করা তারই পক্ষে