পাতা:পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর জীবনচরিত.pdf/৪২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

RR শিবনাথ-জীবনী । সম্বন্ধে সেই সময় ভারতবর্ষের নানাস্থানে যাহা কিছু করা হইয়াছিল বা বলা হইয়াছিল, তাহা এ স্থানে লিপিবদ্ধ করা সম্ভব নয়। ংবাদ পত্রে যত কথা লিখিত হইয়াছিল তাহা সংগ্ৰহ কবিতে গেলে আব্ব একখানি পুস্তক হইয়া উঠিবে, তাহাও সম্ভব নহে। আমি কেবল অতি সামান্যতাবে এ স্থানে সে সকলের উল্লেখ করিতে পারি। শিবনাথেৰ দেহত্যাগের পাব বিস্তর লোক ব্যক্তিগতভাবে শোকার্ত পবিবারকে পত্ৰ লিখিয়াছিলেন । সৰ্ব্ব প্ৰথমে ভারত সভা তাঙ্গার মৃত্যুতে শোক প্ৰকাশ করিয়া শোকাৰ্ত্ত পরিবাবকে পত্র লেখেন । তাহার পর সাহিত্য পরিষদ হইতে ও সহানুভূতিসূচক পত্ৰ আসিয়াছিল। এই প্ৰকাৰ চিঠি পত্রের অধিক উল্লেখ আর করিতে পারিব না। এই ত গেল ব্যক্তিগতভাবে চিঠি পত্রের কথা। ভারতবর্ষের নানাস্থানে ব্রাহ্মসমাজগুলিতে একটা শোকের উচ্ছাস হইয়াছিল। যথা,-ধুবড়ী, গৌহাটী, ডিব্ৰুগড়, শিলং, ঢাকা, ময়মনসিং, গিরিডি, বরিশাল, কুমিল্লা, কুমারখালি, ফরিদপুর, দিনাজপুর, বৰ্দ্ধমান, কুচবিহার, বঁকিপুর, লাহোর, আগ্ৰা, নাগপুর, বম্বে প্রার্থনা সমাজ, বাঙ্গালোর, টিনেভেলি, কোকোনাদা, রাজমহেন্দ্রী, অন্ধ ব্রাহ্মসমাজ, ইত্যাদি। এমন কি, স্থানে স্থানে দান ধ্যান দরিদ্রভোজন প্ৰভৃতিও হইয়াছিল। তত্ত্বকৌমুদী মেসেঞ্জারের কথা ছাড়িয়া দিই, সঞ্জীবনী, efấ,Mordern Review, Dstið 3JTổTIS Rfarfoi cort” SI ARR অন্যান্য স্থানের অনেক সংবাদপত্রে তাহার সম্বন্ধে অনেক উৎকৃষ্ট sBBDD DBBDB DBLYSS DDBDBD DBD DBB BDu uYS BBS BD BDBDS uBLBBSBDBD DDBDS DDD DDDBDS