পাতা:সোনার চেয়ে দামী (দ্বিতীয় খণ্ড) - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাখাল কথাটার জের টানে না । বিস্ময় আর অস্বস্তি মেশানো দৃষ্টিতে সাধনার দিকে চেয়ে থাকে। সুমতী বলে, আমরা একটা মিটিং ডাকব। প্রভাতবাবু সকলের সামনে তঁর প্ল্যানের কথা বলবেন, লিখিত প্ৰতিশ্রুতি দেবেন যে কারখানা আর ব্যারাক তৈরী হলে আপনাদের ফিরিয়ে আনবেন, কাজ দেবেন। আপনারা কি বলেন ? সহজে কেউ মুখ খুলতে চায় না। খানিক আগেই সাধনা তাদের সতর্ক করে দিয়েছে। প্রভাত হঠাৎ এরকম ভাল মানুষ হয়ে যাবে এবিষয়ে এমনিতেই তাদের যথেষ্ট সংশয় জাগত, সাধনা সাবধান করে দেওয়ার ফলে সেটা আরও 〔百计夺忆可l 交〔死豆1 ভুবন সাধনাকেই জিজ্ঞাসা করে, আপনে কি কন ? শুধু তার একার প্রশ্ন হলে কথা ছিল না, সাধনা কি বলে শুনবার জন্য এমন আগ্রহের সঙ্গেই সকলে তার মুখের দিকে চেয়ে থাকে যে রাখালের সত্যই থ’ বনে যায় । এদের উপর এত প্ৰভাব সাধনার । আর সাধনা নিজেকে বোধ করে অত্যন্ত অসহায় । ঃঃ আমি কি বলৰ বলুন ? আপনারা ভেবেচিন্তে ঠিক कन् । সে যে তাদের মঙ্গল করতে চাওয়ায় ফিকিরে নিজের কোন স্বাৰ্থসিদ্ধি করতে চায় না। এটা সকলে বুঝতে পারে, S SG