পাতা:সমসাময়িক ভারত ইউরোপীয়ান্‌ পর্য্যটক (প্রথম খণ্ড).pdf/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ডিউ, ডামন, চৌল ও গোয় ] সিন্ধু প্ৰদৃেশের (১) উপকূল-ভােগ অতিক্রম করিয়া নবেম্বর মাসের প্ৰথম দিবসে আমরা ভারতবর্ষের প্রথম যে•নগবে অবতীর্ণ হই, তাহা ডিউ (২) নামে খ্যাত। ইহা কান্বিয়া রাজ্যের অন্তৰ্গত একটি দ্বীপে অবস্থিত এবং এই প্রদেশে পর্তুগীজদিগের অধিকারস্থ নগরগুলির মধ্যে সৰ্ব্বাপেক্ষা সুরক্ষিত। ইহা আকারে ক্ষুদ্র হইলেও, পণ্যপরিপূর্ণ; কারণ, এইস্থানে মক্কা, অম্মাজ এবং অন্যান্য স্থানের জন্য মুর ও খ্ৰীষ্টিয়ানগণের জাহাজে নানাপ্রকার পণ্য আমদানী হয়। অনুমতি-পত্ৰ না পাইলে মুরগণু এই স্থান অতিক্ৰম করিতে পাবে না। কাম্বেটা এই প্রদেশের প্রধান নগর (৩) ; ইহা সুবৃহৎ ও বহুজনাকীর্ণ এবং সুদৃশ্য। কিন্তু, দুভিক্ষ হইলে ইহারা যৎসামান্য মূল্যে নিজ সন্তান বিক্রয় করে। কাম্বিয়ার পূর্ববৰ্ত্তী সুলতান বাদু (৪) ডিউয়ের অবরোধ কালে মৃত্যুমুখে পতিত হন এবং অব্যবহিত পরেই আগ্রা ও দিল্লীব নরপতি মহাপরাক্রান্ত মোগল কর্তৃক ইহা অধিকৃত হয়। আগ্রা ও দিল্লী কাম্বে প্ৰদেশ হইতে চল্লিশ দিবসের পথ। এই milms ( s ) rfb "Coast of Zindu” kfast GCS at refrigttga O (২) ডিউ বৰ্ত্তমানেও পৰ্ত্তগীজদিগের অধিকৃত। অন্যতম পৰ্য্যটক ল্যাডোভিকে छि उठाcर्थभी ठिठ श्वश्च বলিক্ষ্মছেন—“T here 1s an immense trade in this City.' (৩) পাবষ্ঠীক নাম-খাম্বেয়াট বৰ্ত্তমান কাম্বে । ( 4 ) বাহাদুব সাহ—১৫৩৭ খষ্টাব্দে হত হইয়াছিলেন।