পাতা:সমসাময়িক ভারত ইউরোপীয়ান্‌ পর্য্যটক (প্রথম খণ্ড).pdf/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফীচের ভ্রমণ-বৃত্তান্ত GS) বাতাস করিতে থাকে। এই প্রদেশে মৃত ব্যক্তিগণের কেহ ভস্মীভূতz হয়, কেহ অৰ্দ্ধদন্ধাবস্থায় নদীতে নিক্ষিপ্ত হয় এবং কুকুর ও শৃগালগণ৷ তৎক্ষণাৎ তাহাদিগকে “আহার করে। এদেশে স্বামীর মৃত্যু হইলে BuuS KDBDDDS DDDDD SS DD DD DBDBBD DDD DDSBD BBDBB DBBY মুণ্ডন করা হয় এবং পরে আর তাহার কোন অনুসন্ধানই লওয়া হয় না। কটীদেশে সামান্য একটু বস্ত্ৰ বন্ধন ব্যতীত অধিবাসীরা আর কোনরূপ বস্ত্ৰ পরিধান করে না । স্ত্রীলোকগণের গলদেশে, হস্তে ও কৰ্ণে রৌপ্য, তাম্র ও চীনের অলঙ্কার এবং অঙ্গুলীতে প্ৰস্তরসুশোভিত হস্তিদন্তের অঙ্গুরী শোভা পায়। ইহাদের কপালের মধ্যদেশ তইতে মন্তকের চুড়াদেশ পৰ্যন্ত রক্তবর্ণে রঞ্জিত করা হয়। শীত ঋতুতে ( আমাদের মে মাসে) পুরুষেবা তুলা-পূর্ণ অঙ্গাবরণ ও আমাদের দেশীয় মুদীদের তামামদিস্তাব ন্যায় মস্তকাবরণ ব্যবহার করে । মন্তকাবরণে ছিদ্র থাকে এবং কর্ণের নিম্নে বঁাধিবার জন্য সূত্র থাকে। যদি কোন পুরুষ বা স্ত্রী পীড়িত হয় এবং তাহার জীবনের আশা না থাকে, তবে उॉशक সমস্ত রাত্রি দেবতার নিকট রাখা হয়। ইহাতে হয় সে রক্ষা পায় বা তাহার মৃত্যু হয়। যদি সেই রাত্ৰিতে সে সুস্থ না হয়, তবে তাহার বন্ধু-বান্ধবগণ সমাগত হইয়া তথায় কিয়াৎকাল উপবেশন করিয়া ক্ৰন্দন করে, এবং পরে নলনিৰ্ম্মিত ক্ষুদ্র ভেলায় তাহাকে স্থাপন করিয়া নদীতে ভাসাইয়া দেয় । স্ত্রী ও পুরুষের বিবাহকালে উভয়ে নদীতীরে আগমন করে, এবং নদীতীরে এক বৃদ্ধ ব্ৰাহ্মণ, গাভী ও গোবৎস রাখা হয়। আর সেই বার, কনে, বৃদ্ধ ব্ৰাহ্মণ, গাভী ও বৎস একত্ৰে জলমধ্যে গমন করে। বর কনে ব্ৰাহ্মণকে চারি গজ পরিমিত শুভ্ৰ এক খণ্ড বস্ত্র ও নানা প্ৰকার