পাতা:সার্বজনীন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

36 সাৰ্বজনীন । এ আমার পর দেখিয়ে সব সময় হৈ চৈ করি না বলে কি আমার আপনি পর থাকবে না ! বিধুভুষণ জিজ্ঞাসা করে, বাড়ীটা সত্যিই আপনি কিনবেন তো ঈশ্বর বাবু?

আমার ভাই কিনবে। জলের দরে সব বেচে এলেও আপনার বাড়ীটা কিনতে পারবে । তারপর দেখা যাবে কি হয়।

অনেক বিষয়ে মহেশ্বরের পরিবারটি অত্যন্ত রক্ষণশীল। তারা অনেক সংস্কারের বোঝা বয়, অনেক পুরাণে চাল-চলন আঁকড়ে থাকে । গণেশ শাড়ী পরেছিল এ বাড়ীতে এসে রাত্রে শুতে যাবার সময়। পরদিন পঙ্কজ এসে তাকে দেখে হেসে বলেছিল, গণেশ এবার কি হলেন ? ঃ সবিতা হলেন । গণেশের মা মানদা বলে, আর বলে কেন বাবা । দু’টি বয়স্থা মেয়ে নিয়ে পড়লাম বিপাকে-কি করি, কোথা যাই । মেয়ে আমার কচকচ করে মাথায় চুলগুলি কেটে ফেলল ! বাপ মরেছে কবে, তার পুৱাণো কোটটা গায়ে চাপাল। শাড়ীর পাড় ছিড়ে ধুতি করে পরল। বলল, মা, আমি তোমার ছেলে। চুলগুলি গেল এই যা আপশোষ । পঙ্কজ সাহস দিয়ে বলে, আজ কাল এরকম চুলও রাখে মেয়েরা । সবিতা বলে, চার-পাচ মাস ধরে জমি জায়গা ঘর-বাড়ী বিক্রী করে টাকার যোগারটা মা-ই করেছিল। আমি শুধু পুরুষ সেজে সঙ্গে এসেছি । ভারি কাজ! শুধু মেয়েছেলে দেখলে কে কি গোলমাল পাকাবে, এই জন্য পুরুষ সেজেছিলাম। তা সত্যিই দেখলাম-একটা ছোকরা পুরুষ মানুষেরও অনেক খাতির। মেয়ে হলে হাসাত-পুরুষ সেজে চােটপাট कद्वाgङ् आन्महरू ७\ggक 6ीgछ ।