পাতা:সার্বজনীন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8), সার্বজনীন সমীর একটু হাসবার চেষ্টা করেছিল। পরমেশ্বর বলেছিল, তোমার হিসাবটা ঠিক হচ্ছে না। তুমি নিজের মাপকাঠিতে আমার বিচার করছ! তুমি যা দামী মনে কর, তুমি যা চাও, আমি তা চাইনা কেন-ইচ্ছা করলেই পেতে পারি। অথচ আমার দরকার হয় নয় না কেন। ওসবের ? তুমি ভুলে যােচ্ছ যে তোমাতে আমাতে অনেক তফাৎ ! তুমি জীবনে একরকম সুখ চাও-আমি আরেকরকম সুখ চাই। চাওয়ার দিক দিয়ে আমরা কেউ কম চাই না, তফাৎ শুধু কি চাই তাতে। তুমি বড় হতে চাও, টাকা চাও, বৌ চাও প্ৰেম চাও, প্ৰতিষ্ঠা চাও, হৈ চৈ উত্তেজনা ভরা জমজমাট জীবন চাও। আমি চাই নিজের ভাবে বিভোর হয়ে জীবনটা কাটিয়ে f(v5 ৪ নিজের ভাবে ?

তবে কি ? এও তো আমার একটা পাগলামি, -এই পাগলামি নিয়ে আমি আছি ! এরকম পাগলামি সকলের আসে না-কিন্তু সেটা হল আলাদা কথা। তুমি টাকা-পাগল, দেশ-পাগল, ধৰ্ম-পাগল, জ্ঞানপাগল, কর্ম-পাগল, নির্বান-পাগল, কাম-পাগল-অনেক রকম পাগলদেখেছি। আমার মত আনন্দ-পাগল দ্যাথোনি, তাই তোমায় খটকা

qቨርኝi ! আপনি এরকম হলেন কেন ? • কেন হলাম ? দেখলাম যে এরকম হওয়াই আমার পক্ষে সবচেয়ে मृश्य स्त्रांद्व द्रविक्षांख्रश्नक ! সমীর তৰু ছাড়ে নি। ৪ জীবনটা সহজ হলেই কি- ?

  • না, সবার পক্ষে তা নয়। এ জীবন সকলের পোষাবে না .