পাতা:সার্বজনীন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Գ9 সার্বজনীন হবারও মানে থাকত-অনিশ্চিত ভবিষ্যতকে ভয় না করে তার জন্য দুঃসাহসের সঙ্গে লড়াই করে জয়ী হয়েছে। অধ্যাপক হবার পর, ভবিষ্যৎ উন্নতি সুনিশ্চিত হবার পর নিশ্চিন্ত হয়ে আজ তার মতামত জানার চেষ্টা কি ছেলেখেলা নয় ? সুবোধ সুশীল কাপুরুষেরা যে খেলা খেলে ? তবু অনিচ্ছা জয় করে একবার যেতে হয়। না গেলে ভাল দেখাবে না। কান্তিলাল পিছনের সিটে আরাম করে বসেছিল, পদ্মাকে বেরিয়ে আসতে দেখে জিজ্ঞাসা করে, ফিরতে দেরী আছে ? দেরী থাকলে সে আরও আরাম করে বসে ঘুমের আয়োজন করবে ! যখন তখন যেখানে সেখানে ইচ্ছামত ঘুমিয়ে নিতে পারে বলেই কি ওর মুখে চিন্তা ভাবনার এতটুকু ছাপ নেই ? অথবা চিন্তা ভাবনা নেই বলেই এভাবে ঘুমোতে পারে ? পদ্মা বলে, খানিকটা দেরী আছে। সুরঞ্জনদের দরজার দিকে চলতে চলতে পদ্মা অনুভব করে কান্তিলালের দৃষ্টি তাকে অনুসরণ করছে, কিন্তু সে দৃষ্টি উদাস, নিৰ্ব্বিকার। দু’টি ঘরে সুরঞ্জনদের কোন অন্তবিধা নেই। মানুষ তারা তিনটিঅচিন্ত্য, অহল্যা আর সুরঞ্জন । সুরঞ্জন খুন্সী হয়ে বলে, এসো, বোসো। গাড়ী কিনে খুব বেড়ােচ্ছ σηςfς ৪ বেড়াব না ? বেড়াবার জন্যেই তো গাড়ী কেনা ! পদ্মা একটু হাসে। কিন্তু সে ভিতরে বোধ করে অস্বস্তি। সুবোধ স্বশীল কাপুরুষ ? কে জানে ! জীবনকে যারা হাল্কা ভাবে না তারু হয় তো এরকম ধীর শান্ত সংযতই হয়।