নির্বাচিত হইয়াছেন বলিয়া কমিশনার ঘোষনা ১৬। যদি তিন বা ততোধিক- সংখ্যক প্রাণী। থাকেন এবং অব্যবহিত পূর্ববর্তী অনুচ্ছেদটি ন হয়, তাহা হইলে এই তফলিলে ভোটগ্রহণ করা হইবে এবং এই ভোটগ্রহণের সমমে পূর্ববতী ভোটগ্রহনের ফলে যে প্রতিটি বোনদ্ম সংখ্যক ভোটি শাভ করিয়াছিলেন"তাহাকে বাদ দেওয়া আন্যবহিত পূর্ববর্তী তিন অনুচ্ছেদের বিধানাবলী-অনুযায়ী প্রয়োজনীয় ভোটগ্ৰহন এবং তং পরবর্তী যে কোন ভোটগ্রহনের ক্ষেত্রে এ সকল। অনুচ্ছেদের বিধানাবলী প্রযোজ্য হইবে । ১৮। সে ক্ষেত্রে কোন ভোটগ্ৰহনে ফলে । ই বা ততোধিক সংখ্যক এক সমান ভোট পাইবেন, মেইল ক্ষেত্রে (ক) আদি মাত্র দুইজন নির্বাচনী থাকেন জেকব । (ur) মদি এই তফসিলেরা ১৬ অনুচ্ছেদের তাধীন কোন ভোটগ্রহণে সগ সংখ্যক ভোট প্রাপ্ত প্রথদর মধ্য হইতে একজনকে বাদ দিবার প্রয়োজন হয়, তাহা হইলে ক্ষেত্রমতা নির্বাচনের জন্য বা বাদ দিলর জন্য এাথ বাছাই নটারীর দ্বারা হইবে। ১৯ । কোন ভোটগ্রহণের পর ভোট নানা সমাপ্ত হইলে এবং ভোটগ্রহনের ফলাফল দূিরীকৃত হইলে । কমিশনার তৎক্ষণাৎ দ্বিত ব্যক্তিদের সঙ্গে এাফল শ্লেষণ করিবেন এবং তৎক্ষণাৎ সরকারী বিজ্ঞপ্তি-দ্বারা তাহা মোমলার ব্যবস্থা করিবেন"। ২০। এই ৩২মিলের উদ্দেশ্যসমূহকে কাযর্কর করিবার জন্য । রাষ্ট্রপতির অনুমোদনক্রমে কলি অন'র সরকারী বিজ্ঞপ্তি- দ্বারা বিৰিমমূহ প্রণয়ন
পাতা:গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান (মূল হস্তলিখিত রূপ).pdf/৯১
অবয়ব