পাতা:সার্বজনীন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাৰ্বজনীন SSÑ বিনোদ বলে, আমাকে একবার জিজ্ঞাসা করাও দরকার মনে করল না ? নিজের বাড়ীতে পুজো করবে তাতে কি হয়েছে? ব্যাটা জানে না যে ইচ্ছা করলে আমি ওর বাড়ীতে হামলা করাতে পারি, প্ৰতিমা বিসর্জন ঠেকিয়ে দিতে পারি প্ৰণব বাপের জন্য বন্তি থেকে সামনে দোয়ানো দুধ এনে দিয়ে খোলা ছাতে ডন বৈঠক সেরে ভিজানো ছোলা চিবোতে চিবোতে নীচে ‘নেমে এসে বাপের মন্তব্য শুনে চটে যায়। বলে, কি সেকেলে হাকিমী চাল চলছেন। আপনি ? একজন নিজের বাড়ীতে পূজো করবে, তাও আপনি ঠেকাতে পারেন এখন ? বিনোদ দীর্ঘনিঃশ্বাস ফেলে, চা আর পুষ্টিকর বিদেশী বিশেষ দুখ জাতীয় খাদ্যের গুড়ো দিয়ে তৈরী করা পানীয়ে চুমুক দিয়ে বলে, পারতাম। তোমায় মত সন্তান না হলে পারতাম । ঃঃ আমায় তাড়িয়ে দিন । বিনোদ চা প্লাস ফুডের ঈষদুষ্ণে পানীয়ে চুমুক দিতে দিতে বলে, পারলে দিতাম। পারলে দিতাম রে হারামজাদা, পারলে দিতাম । তেতালা বাড়ীর সদাশিব বলে, এ যে পাড়াতে ঢুকেই সকলের উপর টেক্কা দিতে চায় । প্রৌঢ় রমেশ বলে, টেক্কা কি মশায় ?

পূজা করবে-এত বাহাদুরী ८न्म ?
বাহাদুরী? এটা ওঁদের সাতপুরুষের পূজা ।

রবীন্দ্র সরকার বলে, সেদিন দুঃখ করছিলেন ভদ্রলোক, দেশে স্থায়ী পাকা দালানে এসে মা পূজা নিতেন-মাকেও এবার ঠাই নাড়া হতে হল।