পাতা:সার্বজনীন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SGS সাৰ্বজনীন

bi (Gate fift rity at CVs

চা জলখাবার খেতে খেতে সমীর সুভাগিনীর কথার ছাড়া ছাড়া জবাব দেয়, সাধনের আলাপ করার চেষ্টা তার অন্যমনস্কতার জন্য ভেস্তে যায়। খাওয়া শেষ হলে মহেশ্বর বলে, কি বলছিলে বল। এরা কি চলে যাবে? এতক্ষণ সে গড়গড়া টানছিল। এখন নলটা নামিয়ে রাখে। সমীর বলে, এদের যাবার কি দরকার । গোপন কথা কিছু নয় । মহেশ্বর প্রতীক্ষা করে। সমীর ধীরে ধীরে বলে, আমাকে হাজার দশেক টাকা ঋণ দিতে হবে। এক বছরের মধ্যে শোধ করে দেব । ঘরে যেন বজ্ৰপাত হয়। সবাই নিৰ্বাক হয়ে থাকে। সমীর বলে, আমি অনেক দিন থেকেই ব্যবসা করার কথা ভাৰছিলাম। সামান্য মাইনেতে চাকরী করে কোন লাভ নেই। বাবা নিজের দোষে লাখ খানেক টাকা নষ্ট করে বসেছেন-বাবার আর কিছু নেই। আমি প্ৰতিজ্ঞা করেছি যে আমাদের আগেকার অবস্থা ফিরিয়ে আনিব । কি ভাবে কি করব। এতদিন বিচার বিবেচনা করছিলাম। কয়েকটা যোগযোগ হয়েছে, সুযোগ সুবিধা পেয়েছি। আজকাল কতগুলি ব্যবসা আছে, সাহস করে লাগতে পারলে একবছরে লাল হয়ে যাওয়া যায়। সমীর দু’একজন উচ্চপদস্থ লোকের নাম করে। কি ভাৰে নানা ব্যবসায়ে আজকাল মুনাফার পাহাড় জমানো যায় তার সাধারণ বিবরণ जांथिक कद्ध । বলে, টাকা ফিরিয়ে দিতে আমার একবছরও লাগবে না । সাধন বলে, তুমি যা বললে তার মানে তো দাঁড়ায় তুমি চােরাকারবারে নামতে চাইছ।