পাতা:জয় পরাজয় - পাঁচকড়ি দে.pdf/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জয় পরাজয় ዓ@ ফতে আলি কুঞ্জ-সম্বন্ধে এরূপ কথা বলায় আমি রাগত হইলাম ; কিন্তু কোন কথা কহিলাম না। অমূল্য বলিল, “আমার বিবাহের পূর্বে হইলে, আমি ইহাকেই বিবাহ করিতাম ।” ফতে আলি হাসিয়া বলিলেন, “এখন দেখুন, আমাদের শাস্ত্ৰ কেমন ? আপনারা বেদের মেয়ে বে করতে পারেন না, জাত যাবে-আমাদের কেমন বন্দোবস্ত দেখুন, নিজের ধৰ্ম্মের সকলকে ইচ্ছামত বে করতে পারি-আবার ইচ্ছা হইল, তাল্লাক দিলাম।” দারোগা উচ্চহাম্ভ করিয়া উঠিলেন ; মনে মনে ভাবিলেন, না জানি কি রসিকতা হইল । আমি অনেক কষ্টে ক্রোধ ও হাস্য সম্বরণ করিলাম । দারোগ; সাহেব হাসিতে হাসিতে বলিলেন, “অমর বাবু বড় মস্কিলে পড়িবেন ” অমূল্য ব্যগ্ৰভাবে জিজ্ঞাসা করিল, “কেন ?” “এই কুঞ্জকে লইয়া ।” “কেন, কি হইয়াছে % ” আমি নীরব । ফতে আলি বলিলেন, “বেদে হস্তইয়াত যত গোল, বে করা সুস্কিল .. ” আবার উচ্চহাস্য । শেষে দারোগ প্ৰভু রহস্যটা খুলিয়া বলিলেন, “অমূল্য বাবু, দেখিতেছি না, আমাদের অমর বাবু কুঞ্জকে ভালবাসে।” এই সময়ে একজন পাহারাওয়াল’ হাঁপাইতে হঁপাইতে ছুটিয়া আসিয়া বলিল, “হুজুর, ডাকাতি-হাবড়ার মাঠে-ঘোড়সওয়ার ডাকাত ‘ আমরা এই কথা শুনিয়া তিনজনেই স্তম্ভিত হইলাম । সত্যসভাই তাহা হইলে আবার ডাকাতি হইয়াছে ।