পাতা:সার্বজনীন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/২১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

RoS) s সাৰ্বজনীন ওষুধের চেয়ে সেবা। আর পথ্যের দরকার বেশী। আর কিছু হয় নি, শরীরটা একটু দুর্বল । একটু দুর্বল ? একটু ? সুরমা ঠোঁট কামড়ায় । পরমেশ্বর বলে, খেতে না পাওয়াটা রোগ নয়। কিন্তু না খেয়েও মানুষ মরে ভুলিস না । সুরমা ঢোক গেলে । পরমেশ্বর আবার বলে, না, মনে কোন খাটুকা রেখো না । সেটা কিন্তু বোকামি হবে। ঘরে এনে তুলেছি, সেবা যত্ন করতেই হবে। মন খুলে দরদ দিয়ে না করলে ও সেটা টের পেয়ে যাবে। মনে রাখিস, সেবা যত্ন দরদের স্বাদ পেয়ে হয় তো ওর জীবনের মোড় ঘুরে যেতে পারে। অন্তত আমরা তাই আশা করব। সুরমা নিঃশ্বাস ফেলে বলে, তা ঠিক । সাধন সমীরের ওষুধ আর পথ্য আনতে যায়। সুরমা যায় সমীরের কপালে হাত বুলিয়ে দিতে। কর্তব্য পালন করতেই হবে তাকে । মানুষ খবর নিতে আসে। পুরুষের চেয়ে মেয়েরাই আসে বেশী। মজা দেখতে অবশ্য আসে দু’একজন কিন্তু বেশীর ভাগ মানুষ আসে। কৌতুহল মেটাতে । বন্তি থেকে ডুমুৱা পৰ্যন্ত জানতে আসে-জামাই এসেছে নাকি ? সকলকেই বলা হয়, জামাই-এর বড় অসুখ । Σ8