পাতা:মায়াবী - পাঁচকড়ি দে.pdf/২২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミング মায়াৰী। মত টলিতে টলিতে পড়িয়া গেলেন। দুই বার পড়িলেন, দুইরারই উঠিলেন, তাহার পর আর উঠিতে পারিলেন না-সৰ্ব্বাঙ্গ ব্যাপিয়া বিষের হস্ক ছুটিতেছিল, তাহারই দুৰ্ব্বিসহ যন্ত্রণায় কক্ষতলে পড়িয়া তিনি ছটফট করিতে লাগিলেন এবং তাঁহার সংজ্ঞা বিলুপ্ত হইয়া তুমাসিতে লাগিল । ’ সেই সময় তিনি সপ্লবৎ দেখিলেন, যেন একজন দীর্ঘাকৃতি অপরিচিত যুবক একটা অত্যন্ত শব্দ করিয়া, সেই গৃহমধ্যে দ্রুত প্ৰবেশ করিয়া তাহাকে বুকে তুলিয়া লইল । সেই সময় তিনি একেবারে নিঃসংজ্ঞা হইয়া পড়িলেন। তাহার ক্ষীণতম দৃষ্টির ও সেই অপরিস্ফুট দৃশ্যের মাঝখানে, সমস্ত চাকিয়া মসীময় যবনিকা-পাত হইল ।