পাতা:জয় পরাজয় - পাঁচকড়ি দে.pdf/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

y(SR F 西西外颈t百可 “চিনিবার কোন-না-কোন উপায় তাহারা বলিতে পারে।” “আমি আজ রাত্ৰিতেই সাগর-ডাঙ্গায় রওনা হইব ।” সেই রাত্রিতেই আমি সাগর-ডাঙ্গায় আসিলাম। অমূল্য তাহার এক আত্মীয়কে পত্ৰ দিয়াছিল। তিনি আমাকে যথেষ্ট সমাদর করিলেন। তিনি কুঞ্জ সম্বন্ধে সকল কথা শুনিয়া বলিলেন, “আনন্দ আমার খুড়তুত ভাই। আহা, ঐ মেয়েটির শোকে তারা স্বামী-স্ত্রী - দুজনেই মারা গেছে । বাড়ীর সম্মুখে মেয়েটি খেলা করিতেছিল—আর কোথায় গেল, কেহ কোন সন্ধান বলিতে পারিল না । অনেক অনুসন্ধান করা হইয়াছিল । * আনন্দ যথেষ্ট বিষয়-সম্পত্তি রাখিয়া গিয়াছে—মেয়েটকে যদি পাওয়া যায়, তাহা হইলে সে সব তাহারই । আমি এখন পাইয়াছি বটে, কিন্তু মেয়েটিকে পাইলে সমস্তই তাহাকে ফেরৎ দিব ।” আমি বলিলাম, “আমি যে মেয়েটির কথা বলিতেছি, এই মেয়েটি যে আনন্দ বাবুর মেয়ে, তাহ প্ৰমাণ হয় কিরূপে ?” “কেন, সে চব্বিশ ঘণ্টা আমার ঘাড়ে-পিঠে থাকিত । এমন সুন্দর মেয়ে হয় না ! সে যত বড়ই হউক না, আমি দেখিলেই চিনিতে পারিব।” “আপনি তাহা হইলে কি একবার অনুগ্ৰহ করিয়া হুগলীতে যাইবেন ? उiश्ial bन्०-०2ों(द्म अgछ ।” “আরও তাকে চিনিবার উপায় আছে, সে একবার প’ড়ে যায়, তাতে তার ডান দিককার ভ্রর উপরটা কেটে যায়। অবশ্যই সে দাগটা এখনও আছে ।” “তাহার কি নাম ছিল ?” “সুষমা ৷” “তবে আপনি অনুগ্ৰহ করিয়া যাইবেন ?” “এ আর অনুগ্রহ কি ?”