পাতা:শ্রী শ্রী বৈষ্ণব ইতিহাস - হরিলাল চট্টোপাধ্যায়.pdf/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিখাবন্ধন । ব্ৰাহ্মণাদি দ্বিজাতিগণ গায়ত্রী মন্ত্র পাঠ পূৰ্ব্বক শিখাবন্ধন করিবেন। স্ত্রী ও শূদ্রের শিখাবন্ধন মন্ত্র। ব্ৰহ্মবাণী সহস্রাণি শিববাণী শতানি চ । বিষ্ণুনাম সহস্ৰেণ শিখাবন্ধং করোম্যহং ॥ শিখামোচন মন্ত্ৰ । ব্রাহ্মণ, স্ত্রীলোক, শূদ্র প্রত্যেকেই নিম্নলিখিত মন্ত্রে শিখা বন্ধন মোচন করিবেন । r গচ্ছন্তু সকল দেবা। ব্ৰহ্মা বিষ্ণু মহেশ্বর। তিষ্ঠিতত্ৰাচলা লক্ষ্মী শিখামুক্তং করোম্যহং ৷ মালাদি ধারণের আবশ্যকতা। ধায়য়ন্তি ন যে মালাং হৈতুকা পাপ বুদ্ধয়ঃ । নরকান্ন নিবৰ্ত্তন্তে দগ্ধা কোপাগ্নিনা হরেঃ ! গরুড় পুরাণ । যে ব্যক্তি চেতুনিষ্ঠ হইয়া অর্থাৎ মালা ধারণ করিবার আবশ্যক কি ইত্যাদি হেতুবাদে মালাধারণ করেন। সেই পাপমতি শ্ৰীহরির কোপানিলে দগ্ধ হয় এবং তাহার নরকভোগ নিবারণ হয় না । নজস্থাৎ তুলসী মালাং ধাত্রী মালাং বিশেষতঃ। মহাপাতক সংহন্ত্রীং ধৰ্ম্মকামার্থ দায়িনীম্। স্কন্দপুরাণ ।