বিষয়বস্তুতে চলুন

পাতা:কাব্য-গ্রন্থাবলী (দ্বিতীয় ভাগ) - জলধর সেন.pdf/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৌরাঙ্গ কি লাগি করিবে মোরে প্রত্যবায়ভাগী ? উত্তরিলা গৌরচন্দ্ৰ দৃঢ় কণ্ঠস্বর,- ভাবিও না, গুরু, মোরে ক্ষুদ্র ভেকধারী ; আত্মসঙ্কোচনকারী কমঠপ্ৰকৃতি ? -এসেছি। সাধিতে কৃচ্ছ, তুচ্ছ মুক্তিতরে, মেহেরে করিয়া দীন, প্ৰেমেরে মলিন ? প্ৰকাণ্ড আমার লোভ, অনন্ত দুরাশা ৷ আমি কি জানি না। সেই নিরপরাধিনী, প্ৰাণাধিক সরলারে ; আর পুত্ৰ প্ৰাণা সে দেবীরে -যে ছেড়েছে এত, তারে মিছে বৈরাগ্যের বিভীষিকা দেখাও, ঠাকুর ! জানি না ত, কে আমারে করেছে বাহিরা ; নিখিলবাঞ্ছিত ধন, সে যে অতুলন, নিরঞ্জন পাদপদ্ম । তা’ই ভিক্ষা মাগি৷” পথে পথে বেড়াইব কাঙ্গালের মত । -বলিতে বলিতে কথা, আসিল আবেশ ; নেত্রে দর দীর ধারা, থর থর তনু - লাজানত হ’য়ে কহে ভারতী তখন নিরস্ত পরাস্ত হ’য়ে,-গুরুদেব, আজি মোরে মোহ-পঙ্ক হ’তে করিলে উদ্ধার ; দীক্ষা-ভিক্ষা মোর কাছে,-করুণা তোমার ! Ved