তৃতীয় পরিচ্ছেদ ১৬। উইলিয়াম টু বর্ণিত কলিকাভা অবরােধের বিবরণ। | ১১ই এপ্রিল হইতে ১০ই নভেম্বর, ১৭৫৬। নবাব কর্তৃক কলিকাতা অবরােধকালে উইলিয়াম টু দুর্গের মধ্যেই ছিলেন এবং ড্রেক সাহেবের দুর্গ হইতে পলায়নকালে তিনি তাহার সহিত দুর্গ ত্যাগ করেন। তাহার উপাখ্যান পাঠে মনে হয়, তিনি কতকগুলি বিষয় স্বচক্ষে দেখিয়া লিখিয়াছেন ও কতকগুলি অপরের নিকট শুনিয়া লিখিয়াছিলেন। তাহার বিবরণে অনেক নূতন বিষয়ও পাওয়া যায়। তিনি বলেন,—“সামরিক কাগজ পত্রে যে সৈন্য সংখ্যা ছিল, তাহা সম্পূর্ণ ভুল, কাগজ-কলমের ৬০০ শত সৈন্য যখন সংগ্রহ করা গেল, তখন দেখা গেল যে মাত্র ১৯০ জন কৃষ্ণকায় সৈন্য ( Blacks) এবং ৬০ জন ইউরােপীয় সৈন্য দুর্গে আছে।” (৩৩). কোম্পানীর কাগজপত্র সম্বন্ধে তিনি বলেন—“ড্রেক সাহেব কোম্পানীর কাগজপত্র, টাকা পয়সা, মূল্যবান ধাতুপাত্রসমূহ এবং অন্যান্য আসবাব পত্র, রক্ষা করিবার ভার লইয়াছিলেন এবং যাহা কিছু দামী জিনিসপত্র ছিল তাহা অতি অনায়াসেই সরান যাইত, কারণ তখন নৌকার অভাব ছিল না।•••••••••কিন্তু এ সব কিছুই করা হয় নাই, অনেকেই সন্দেহ করিয়াছিল যে, কোম্পানীর কাগজপত্রগুলি রক্ষা করা হইয়াছিল এবং এ সম্বন্ধে শেষে অনেক গণ্ডগােলও হইয়াছিল ও অনেকেই উচ্চপদস্থ কর্মচারিগণের বিরুদ্ধে অশ্লীল মতও প্রকাশ করিয়াছিল ।•••••২০শে জুন রবিবার বেলা ৪টার সময় শত্রুপক্ষ দুর্গ দখল করেন। এ সময় অনেকেই (৩৩) সৈন্যগণের মৃত্যু হইলে বা তাহারা চাকুরী ত্যাগ করিলে তাহাদের নাম কাটান হইত না। “deserters form thence ( Muster Rolls) and those men who died are still kept on the Rolls" Drake to Council of FortWilliam, 17-25 January, 757. .
পাতা:অন্ধকূপ-হত্যা-রহস্য - মুজিবর রহমান.pdf/৪৭
অবয়ব