পাতা:খনার বচন - রামলাল শীল.pdf/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮ খনার-বচন ? (৩৬) মাছের জলে লাউ বাড়ে ৪ ধেনাে জমিতে ঝাল। বাড়ে । অথাৎ ) : লাউ গাছে মাছ ধােয়া জল উপকারী। কাল গাছে ধান পচা উপকারী ভারী, | (৩৭) যে বার গুটিকাপাত সাগর তীরেতে। সৰ্ব্বদা মঙ্গল হয় কহে জ্যোতিষেতে । নানা শস্য পরিপূর্ণ বসুন্ধরা হয়। খনা কহে মিহিরকে নাহিক সংশয় ? | (অর্থাৎ ) হইলে গুটিকাপাত সমুদ্রের তীরে। এত শস্য যে ধরায় নাহি ধরে। অতএব এইরূপে হবে যে বৎসর। শস্য পূর্ণ বসুন্ধরা রবে নিরন্তর। (৩৮ বঁশ বনে বুনলে আলু। আলু হয় গাছ বেড়ালু । | (অর্থাৎ ) বাঁশবন বারে যদি পােত যায়। আলু খুব বাড়ে তার গাছ তেজ পায়। বড় আলু খেতে চাও পেতে বাঁশ বনে। হবেনা বিশ্বাস যার খনার বচনে ৪ (৩৯) চাল ভরা কুমড়া পাতা। লক্ষ্মী বলেন আমি তথা •