পাতা:ভারতের সংবিধান.pdf/২৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২৬৮
ভারতের সংবিধান
২৬৮

________________

ভারতের সংবিধান সপ্তম তফসিল . ২০। আথনীতিক ও সামাজিক পরিকল্পনা। | + [ ২০ক। জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা।] : ২৯। বাণিজ্যিক ও শিল্পসম্বন্ধী একাধিকার, সমাবন্ধ ও ট্রাস্ট। ২২। ট্রেড ইউনিয়নসমূহ; শিল্পসম্বন্ধী ও শ্রমসম্বন্ধী বিরােধসমূহ। ২৩। সামাজিক নিরাপত্তা ও সামাজিক বীমা; চাকরি ও কর্মহীনতা। ২৪। কর্মের শর্তাবলী, ভবিষ্যনিধি, নিয়ােজকের দায়িতা, কমীদিগের ক্ষতিপূরণ, অশক্ততা। ও বার্ধক্য পেনশনসমূহ ও প্রসূতি-সহায়তা সমেত, শ্রমিক-কল্যাণ।

  1. f ২৫। সচী ১-এর প্রবিষ্ট ৬৩, ৬৪, ৬৫ ও ৬৬-র বিধানাবলী সাপেক্ষে, প্রযুক্তিবিদ্যা, চিকিৎসাবিদ্যা ও বিশ্ববিদ্যালয় সমেত শিক্ষা; শ্রমিকের বৃত্তিবিষয়ক ও প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ ] : -

২৬। বিধিবৃত্তি, চিকিৎসাবত্তি ও অন্যান্য বত্তি। ২৭। ভারত ও পাকিস্তান ডােমিনিয়নদ্বয়ের প্রতিষ্ঠার কারণে আদি বাসস্থান হইতে চ্যুত ব্যক্তিদিগের ত্রাণ ও পুনর্বাসন। . ২৮। দান ও দাতব্য প্রতিষ্ঠানসমূহ, দাতব্য ও ধর্মীয় উৎসর্জন এবং ধর্মীয় প্রতিষ্ঠানসমুহ। ২৯। মনুষ্য, পশু বা উদ্ভিদকে আক্রমণ করে এরপ সংক্রামক বা সাংসগিক ব্যাধি বা, ..... মারকসমূহের এক রাজ্য হইতে অন্য রাজ্যে প্রসার নিবারণ। . ৩০। জন্ম ও মৃত্যু রেজিস্ট্রিকরণ সমেত, জীবনসম্বন্ধী পরিসংখ্যান। ৩১। সংসদ কর্তৃক প্রণীত বিধি অথবা বিদ্যমান বিধি দ্বারা বা অনুযায়ী, প্রধান বন্দর বলিয়া। | ঘােষিত বন্দরসমূহ ব্যতীত অন্যান্য বন্দর। ... .. ৩২। জাতীয় জলপথ সম্পকে সচী ১-এর বিধানাবলী সাপেক্ষে, অন্তদেশীয় জলপথসমুহে-যন্ত্রচালিত জলযান সম্পকিত নৌ-বহন ও নৌ-চালান এবং ঐরপ জলপথসমূহে পথ-নিয়ম, | এবং অন্তদেশীয় জাপথে যাত্রী ও দ্রব্যসহ বহন। •. } ৩৩. (ক) যেস্থলে সংঘ কর্তৃক কোন শিল্পের নিয়ন্ত্রণ জনস্বার্থে সঙ্গত বলিয়া সংসদ। : কর্তৃক বিধি দ্বারা ঘােষিত হইয়াছে, সেস্থলে ঐরুপ শিল্পের উৎপন্ন দ্রব্যসমূহ এবং ঐরপ উৎপন্ন . দ্রব্যসমূহের সমশ্রেণীর আমদানিকৃত দ্রব্যসমূহ;

  • সংবিধান (দ্বিচত্বারিংশ সংশােধন) আইন, ১৯৭৬, ৫৭ ধারা দ্বারা (৩.১.১৯৭৭ হইতে) সন্নিবেশিত।

ঐ, ৫৭ ধারা দ্বারা, প্রবিষ্টি ২৫-এর স্থলে (৩.১.১৯৭৭ হইতে) প্রতিস্থাপিত। t। সংবিধান (তৃতীয় সংশোধন) আইন, ১৯৫৪, ২ ধারা দ্বারা, প্রবিষ্টি ৩৩-এর স্থলে প্রতিস্থাপিত।