পাতা:ধম্মপদ - সতীশচন্দ্র মিত্র.pdf/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪
ধম্মপদ।

অপ্রমাদরত ভিক্ষু পুরুষ প্রধান
প্রমাদের ভয়ে থাকে সদ। সাবধান;
ধর্ম্ম পথ হ’তে ভ্রষ্ট কখন না হয়
নির্ব্বাণ নিকটবর্তী সেই সদা রয়॥১২॥


তৃতীয় সর্গ―চিত্তবর্গ।

ইষুকার[১]যেইরূপ করিয়া যতন,
সরল করিয়া বাণ করে সুগঠন,
বুদ্ধিমান রহে তথা করি আত্মবশ
[২]চপল স্পন্দনশীল দুর্দ্দান্ত মানস॥১॥৩৩॥


  1. ইষুকার = বাণ নির্ম্মাতা।
  2. মোক্ষমূলর trembling and unsteady tliought বলিয়া এই পংক্তির অনুবাদ করিয়াছেন। তিনি চিত্ত কথাকেই thought ধরিয়া লইয়াছেন। কিন্তু নিম্নে সর্ব্বত্রই চিত্তকে thought বলিয়া অনুবাদ করা যায় না।