পাতা:ধম্মপদ - সতীশচন্দ্র মিত্র.pdf/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
জরাবর্গ।
৫১

অস্থিদ্বারা পুরী এক হ’য়েছে নির্ম্মিত
রক্তমাংস প্রলেপেতে আছে অবস্থিত;
দিবানিশি বাস করে ভিতরে তাহার
জরা, মৃত্যু, অভিমান, কপটতা আর॥ ৫॥ ১৫০॥
সুচিত্রিত রাজপথ জীর্ণ হ’য়ে যায়,
জীর্ণ হবে নর-দেহ কি আছে বিস্ময়?
সাধুর স্বধর্ম্ম কভু নাহি হয় ক্ষয়,
সজ্জন সতের কাছে এই কথা কয়॥ ৬॥
অল্লজ্ঞান নর বাড়ে বলীবর্দ্দ প্রায়,
প্রজ্ঞা না বাড়িয়া তা’র মাংস বৃদ্ধি পায়॥ ৭॥
দেহ-গৃহ-নির্ম্মাতার করি অন্বেষণ
কতবার করিলাম জনম গ্রহণ
করিনু সংসার পথে ভ্রমণ সতত
পুনঃ পুনঃ জন্মলাভ দুঃখকর কত!
হে গৃহকারক! আজ দেখিনু তোমারে,
দিবনা তোমাকে আর গৃহ নির্ম্মিবারে;