পাতা:ধম্মপদ - সতীশচন্দ্র মিত্র.pdf/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫২
ধম্মপদ।

কাষ্ঠদণ্ড সব তব হ’য়েছে ভগন
নষ্ট হ'য়ে গেছে যত গৃহাবলম্বন
অবশেষে চিত্ত মম পেয়েছে নির্ব্বাণ
হইয়াছে ভবতৃষ্ণা সব অবসান॥৮—৯॥[১]
ব্রহ্মচর্য্য আচরণ না করে যেজন,
যৌবনে না করে যেই ধন উপার্জ্জন,
সত্বর বিনাশপ্রাপ্ত হয় সেইজন
মৎস্যহীন জলাশয়ে ক্রৌঞ্চের মতন॥১০॥
ব্রহ্মচর্য্য আচরণ না করে যেজন
যৌবনে না করে যেই ধন উপার্জ্জন
পুরাতন কাহিনী সে করিয়া শ্রবণ
প’ড়ে থাকে জীর্ণ শীর্ণ ধনুর মতন॥১১॥



  1. সমগ্র বৌদ্ধ ধর্ম্মশাস্ত্রে এই দুইটী শ্লোক সুবিখ্যাত ও সমাদৃত।