পাতা:এনক আর্ডেন - দুর্গাদাস লাহিড়ী.pdf/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫২
এনক আর্ডেন।

না শুনিল কোনরূপ নর-কণ্ঠস্বর।
(দেখা গেল শুধু, কুয়াসার ক্ষীণাললাকে,
আছে এক বিজ্ঞাপন—বাড়ী-বিক্রয়ের।)
নামিল নদীর তীরে লুকাইয়া মুখ;
ভাবিল বিষন্ন মনে,—“মরিয়াছে তারা,
কিম্বা মরিয়াছে তারা আমার সম্পর্কে।”
নিয়ে নদীর কিনার—অবতর-স্থান,
সেই দিকে চলে পুনঃ; করে অন্বেষণ
পান্থশালা—পুরাতন পূর্ব্ব-পরিচিত;
দারুময় পুরোভাগ আছিল তাহার;
প্রাচীনকালের চিহ্ন—ক্রুশের আকার।
তখনি ছিল সে বাড়ী—জীর্ণ পুরাতন;
কীটদষ্ট, অবলম্ব’পরে অবস্থিত।
অনুমানে মনে—নিশ্চয় হয়েছে তার,
লয় এত দিন। কিন্তু গিয়াছে সে চ’লে
পান্থশালা ছিল যার; বিধবা তাহার,
‘মিরিয়াম লেন’, রাখিয়াছে টায় টায়,
নিত্য-হ্রস্বমান্ আয়ে; আগে ছিল উহা
আডড়ঘর যাত্রীদের, কোলাহল ময়;
এবে কোলাহল কম, বিশ্রামের স্থান