পাতা:শ্রীশ্রীহরি লীলামৃত.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

f . . ; উৈ কেহ বলে বালাজীর হষ্টয়াছে তাই ॥: সভাসৎ লোক যত দেখিয়া বিস্ময়.। বলে একি হ’ল বল বালামহাশয় ॥ বড় ক্ৰোধ করি যাও তাড়া’বার তরে । , চুপ করে ফিরে এস বাক্য নাহি সরে । দুই তিন বার গেলে হয়ে ক্রোধ মন । , বলিতে না পার কিছু কিসের কারণ ॥ বাণীসুত তুল্য বক্তা বাকৃযুদ্ধে জয়। কেন নাহি বাক্য আস্ফালন বা কোথায়। বালী মহাশয় বলে তাই ভাবি মনে। বলা কথাকেন যেন বলিতে পারিনে । আমাকে ভুলায় হেন নাহিক ভুবনে। নিশ্চয় ঠাকুর কি মোহিনী মন্ত্র জানে ॥ তাহা শুনি সব লোকুে হাসিয়া উঠিল। কেহ বলে মাতুব্বরের মাতুব্বরী গেল । যে মত শ্ৰীকৃষ্ণ যায় হিত বুঝাইতে । দুৰ্য্যেধনে বলে যুধিষ্ঠিরে ভাগ দিতে। . দুৰ্য্যোধন নাহি মানে কৃষ্ণ ফিরে যায় –!--সতামধ্যে কথা বলি লক্ষ জন মাঝে - তাঁর বাড়ী পঞ্চাশ ব্যঞ্জন নাহি খায় ৷ একত্রিত শত ভাই দুষ্ট দুৰ্য্যোধন । রজু পাকাইল কৃষ্ণে করিতে বন্ধন। ভগবান বিশ্বরূপ-ধারণ করিল। কে করে বন্ধন সভা মোহ প্রাপ্ত হ’ল- " | পরে কৃষ্ণ চলিলেন, বিদুরের ঘরে। বিদুরের পুরাতন ক্ষুদ সেবা করে ॥, চৈতন্য পাইয়া বলে রাজা দুৰ্য্যোধন । কি মোহিনী মন্ত্র জানে দেবকীনন্দন ॥ ー ァー সেইদিন অপমান হ’ল শত ভাই। . কেহ বলে বালাজী কি হয়েছে পাগল। কেহ বলে বালাজীকে দুৰ্য্যোধনই বল ॥ রামচাদ উপনীত ঠাকুরের ঠাই। দণ্ডবৎ করি বলে কি হবে গোসাই ॥ যত রাম। দেখে তোমা ন হইল রান্ন। ঠাকুর বলেন পাক ঘরে অন্নপূর্ণ ॥ ঘর ছাড়ি মহাপ্রভু এসে বাহিরেতে। মেয়ে দেরে বলিলেন পাক ঘরে যেতে ॥ দয়ার নিধান হরি প্রাঙ্গণে আসিল। ভক্তগণ ল’য়ে সভা করিয়া বসিল ॥ " সভায় বসিয়া হরি ডাক দিয়া কয়। কোন জন ಕ್ಟಿಕಾ বালু মহাশয় ॥ এ গ্রামেতে এতদিন আর্মি আসিয়াই। : - এ গ্রামে কে কৰ্ত্তা ব্যক্তি চিনা শুনা নাই ॥ সবে বলে অই বসে শ্রীচৈতন্যবাল।। প্রভু বলে আবগুক দুটা কথা বল ॥. সবে দেখাইয়া দিল বসিয়া সভায় ঐ ! ই অই সেই ঐচৈতন্য বালা মহাশয় । , প্রভু বলে মহাশয় কহ দেখি শুনি। বলিয়াছ আমি কি মোহিনী মন্ত্র জানি ॥ তুমি হও বড়জ্ঞানী সুধাই তোমারে। শুনেছ মোহিনী মন্ত্র মন্ত্র বলে কারে । শুনিয়া কহিছে বাণী বালা মহাশয়। : মুখেতে সরল ভাষা ক্রোধিত হৃদয় । আমি এই পরমুণে সবে যাহা বলি। • মোর কাছুে সৰ্বে থাক্লে হয়ে কৃতাঞ্জলি : আমি যাই ক্রোধভরে তাড়াইয় দিতে। -- -- শ্ৰীমুখ দেখিয়া কিছু না পারি বলিতে। . রাজদরবারে কিম্বল্পজাতৃি সমাজে। কাহার নিকটু কিছু ঠা আপনার কাছে কিছুীিতৃেণ৷ মোহিনী হইতে চাহে বৈষ্ণবের দাসী৷ । হরি বোলা সাধুদের ভক্তি অকণমনী । তন্ত্র মন্ত্ৰ নাহি মানে ব্ৰজ উপাসনা।-- .. ? বিশুদ্ধ চরিত্র প্লেমেহরি হরি বলে। . , অন্য তন্ত্র মন্ত্র এর বামপদে ঠেলে । শুদ্ধাচার কৃষ্ণ মন্ত্র ভূক্তে জাপ করে। অন্য মন্ত্র জপ, তপ, পাপ গণ্য কঃে মোহিনী গণিকা কামবিলাপী পৈশ তার মন্ত্র হরিভক্তে স্পশিলে অশুচি হিংসা বুদ্ধি যারা তারা মিথ্যাভাষী সব সভা জিনে এই মন্ত্রের প্রভাবে – পরগণ মধ্যে তুমি বালা মহাশয় ~ : কোটি জনে কথা মানে তুমি একজঞ্জ" . . ভক্তি শূন্ত রসশস্ত ভাষ অপভাষা " । ~~ তথাপি সভার মধ্যে পাও বড় যশ - অপকথা কও তবু লোকে স্থানে কেন৷ ” নিশ্চয় মোহিনী মন্ত্র ভুেটুইজান ||