পাতা:ছন্দের টুংটাং - সুনির্মল বসু.pdf/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ছন্দের টুং টাং

পথ্ মস্ত অনেক দীর্ঘ
ফ্যাল ফ্যাল্ রে চরণ শীঘ্র।
রোয় বউটি কপাল্ চাপ্‌ড়ে।
হুঁই দাব‍্ড়ে হুকুম দাব‍্ড়ে।

—“হাম্বা”—

 বুধী গাইটার বাছুরটা অমন স্বরে ডাক্‌ছে কেন? নিশ্চয়ই খুব তেষ্টা পেয়েছে,—‘ওরে পট্লা শীগ‍্গির এক বাল্‌তী জল নিয়ে আয় তো!’—এই সুযোগে একটা ছন্দ করে ফ্যালা যাক্।

হাম্বা হাম্ব।

হাম্বা হাম্বা
ডাক্‌ছে বাচ্চা।
ঝ’রছে ঘাম্ বা।
শোন্ রে শোন্ রে
যায় রে প্রাণ্ বা।
হাম্বা—হাম্বা।

 তেঁতুল গাছে শীতল বাতাসের মাতামাতি! হঠাৎ গাছের উপর—“কোয়াক্ কোয়াক্ কোয়াক্।” কে বাপু তুমি! নাম