এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মৃতের কথোপকথন
জয়সিংহ
আমিও ত নিজের লাভের জন্যে কর্ম্ম করি নি। আমি করেছিলেম রাজপুতের আদর্শকে তুলে ধরতে। ন্যায়যুদ্ধে অটুট সাহস, শত্রুমিত্র নির্ব্বিশেষে মর্য্যাদাদান, রাজা বলে আমি ষাঁকে স্বীকার করে নিয়েছি তাঁর উপর নিষ্ঠা, এই ত ভারতের খাঁটি সনাতন প্রথা। হিন্দু জাতির একত্ব ও প্রভুত্বের যে আদর্শ তার চেয়েও একে আমি বড় মনে করি। তাই তোমার প্রস্তাব আমি গ্রহণ করতে পারি নি; বরং আমার পথ অনুসরণ করতে তোমায় আমি ডেকেছিলাম। কিন্তু যখন দেখ্ লেম তোমার সাথে যে সত্য করা হয়েছিল, আমারও সাথে যে সত্য করা হয়েছিল তা রক্ষা করা হোল না, তখন তোমার পলারনে সাহায্য করে আমি আমার আত্মসম্মানকে বাঁচাতে চেষ্টা করলেম।
২