পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>Wり তুমি মধুর অঙ্গে নাচে গো রঙ্গে, নুপুরভঙ্গে হৃদয়ে— विनिकि ब्रिनिकि बिनिनि ! প্রেম-অধীরা কণ্ঠ-মদিরা, পরান-পাত্রে এ মধু-রাত্রে ঢালো গো । নয়নে চরণে বসনে ভূষণে গাহো গো মোহন রাগ-রাগিণী— ওগো নব-অতুরাগিণী । মম শোণিত-স্রোতে বহিবে গান, লহরে লহরে উঠিবে তান ; ৷ শিহরি উঠিবে অবশ প্রাণ ;– রিনি রিনি রিনি রিনিনি । শুনি তব পদ-গুঞ্জন, জগত-শ্রবণ-রঞ্জন, আপন হরষে আপন পরশে তব চরণ-মন্ত্র পরান-যন্ত্রে বাজিবে । সুখস্মৃতিগুলি আমারে ঘিরিয়া নাচিবে রিনিকি রিনিকি রিনি রিনি ! ওগো, পরান-বিলাসিনী ! গুজরাটী খাম্বাজ \ర్చి