বিষয়বস্তুতে চলুন

প্রবাদমালা (১৮৬৮)/চ

উইকিসংকলন থেকে

জেমস লঙ সম্পাদিত
(পৃ. ৪০-৪৪)
◄  
  ►

  1. চক্ষু থাকিতে কাণা।
  2. চক্ষুর কাজল গালে হৈল।
  3. চক্ষে চক্ষে যতক্ষণ, প্রাণ পোড়ে ততক্ষণ।
  4. চক্ষে দেখিলে শুনিতে চায়।
    এমন নির্ব্বোধ আছে কোথায়॥
  5. চটকস্য মাংসং ভাগ শতং।
  6. চড়ের ঘায় তুচ্ছ, ফুলের ঘায় মূর্চ্ছ।
  7. চড়ুকে হাসি।
  8. চণ্ডীচরণ ঘুঁটে কুড়ায়, রামা চড়ে ঘোড়া।
  9. চন্দনং ন বনে বনে।
  10. চন্দ্রের আশীর্ব্বাদ।
  11. চল্‌তে জানেনা লাফ্‌ডিংরা।
    পথ্‌কে বলে হেটাটিংরা।
  12. চাঁদের কাছে জোনাকীপোকা।
  13. চাঁদের গায় থুথু ফেলিতে আপন গায় লাগে।
  14. চাঁদের হাট বাজার।
  15. চাকরি তাল পাতার ছায়া।
    (বা, চাকরি মেঘের ছায়া)।
    মিছা তার মায়া ছায়া॥
  16. চাকরি না কুকুরি।
  17. চাচা! আপন আপন বাঁচা।
  18. চাচা মরে সেও ভাল।
    তবু পরের কাস্তে যেন হারায় না।
  19. চাটাদূর্ব্বা পড়ে আছে।
  20. চাপ পড়িলেই বাপ বলে।
  21. চাপিলে বোঝা, বাপের ঘাড়ে ঢালে।
  22. চাপের গোবর, উশাস[] নাগর।
  23. চাম্‌চিকে আবার পাখি।
  24. চামের শরীর কাজে ক্ষয় হয় না।
  25. চারি কড়ার চেটা নয়, চণ্ডিমণ্ডপে বসা।
  26. চারি কড়ার পিটে পেলে। বাপকে বলে শ্যালা॥
  27. চাল নাই চুলা নাই, হাটের মাঝে রাজত্ব।
  28. চাল[] নেই ধান নেই গোলা ভরা ইন্দুর।
    ভাতার নেই পুত নেই কপাল ভরা সিন্দুর।
  29. চাল নেই চুলো। ঈশ্বর করেছেন আমায় দোর্‌ দোর বুলো॥
  30. চালুনী বলে ছুঁচ, তুমি নাকি ছেঁদা।
  31. চালুনীর শরীর ঝর্‌ ঝর্‌ করে।
    চালুনী সভায় বিচার করে॥
  32. চালে খড় নাই ঘরে বাতি।
    বিছানা নাই পোহায় রাতি॥
  33. চালে থেকে পড়্‌ল বিছে।
    এই সত্য এই মিছে॥
  34. চালে ফলে কুষ্মাণ্ড, হরির মায়ের গলায় ব্যথা।
  35. চালের জল কখন উজান যায় না।
  36. চাসা মরে সেও ভাল। তবু পরের কাস্তে যেন হারায় না।
  37. চাসা যদি করে হিত।
    কর্‌তে কর্‌তে বিপরীত॥
  38. চাসায় কখন মদের স্বাদ জানে না।
  39. চাসার কেবল এগার মাস দুঃখ।
    আর সকল মাস সুখ॥
  40. চাসার গদ্যি কাস্তের ঠোকর।
  41. চাসার চাস, অন্যের হা, বিলাস।
  42. চাসার ছেলে পাশাখেলে নিত্যবলে দশ।
  43. চাসার মুখ নয়, আখার সুখ।
  44. চাসের কোণে, বাণিজ্যের ধনে।
  45. চিঁড়ের বাইশ ফের।
  46. চিঙ্গড়ি মাছ পিছে হাঁটে।
  47. চিত্তেতে সুখ নাই, গোলক মুখে হাসি।
  48. চিনন্ত লোকের কোঁচায় কাজ্‌ কি?
  49. চিনির বলদ।
  50. চিরকাল কিছুই নয়, জগৎ কেবল মায়াময়।
  51. চির দিন সমান যায় না।
  52. চূড়্‌ যম জিন্‌তে যায়।
  53. চুরি করিলে বাক্য সরে না।
  54. চুল্‌কিয়ে ঘা করা।
  55. চুলচিরে ভাগ করা।
  56. চুল থাকেত বাঁধি। গুণ থাকেত কাঁদি।
  57. চুল ধরিতে মূল নাই।
  58. চুল নাই তার পেটে পাড়া।
  59. চুলার উপরে ক্ষীর, মন নহে স্থির।
  60. চেটার শুইয়া লক্ষ টাকার স্বপ্ন দেখা।
  61. চেনা বামণের পৈতায় কি কাজ।
  62. চেনা বামণের ফোঁটায় কি কাজ।
  63. চেয়ে রয়েছেন কেয়ো, পেকে রয়েছে ডেয়ো।
  64. চৈত্র মাসে রাস।
  65. চৈতে কাপ।
  66. চোক বুঁজিলেই অন্ধকার।
  67. চোকে ধুলা দিয়ে নিয়ে গেল।
  68. চোকে ভেল্‌কী লাগা।
  69. চোর খুঁজে অন্ধকার।
  70. চোর পালালে বুদ্ধি বাড়ে।
  71. চোর বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা।
    যদি পড়ে ধরা তবে হাতে পায়ে দড়া॥
  72. চোরকে বলে চুরি কর্‌তে, গৃহস্থকে বলে সাবধান হৈতে।
  73. চোরা গাইর সঙ্গে কপিলা গাই বাঁধা যায়।
  74. চোরা চাহে ভাঙ্গা বেড়া।
  75. চোরা না শুনে ধর্ম্ম কাহিনী।
  76. চোরে চোরে মাসতুত ভাই।
  77. চোরে নিলে গরু সর্ব্বত্র ঘাস।
  78. চোরের উপর বাটপাড়ি।
  79. চোরের ঘা সীমাতেও নাই সহিতেও নাই।
  80. চোরের ধন বাটপাড়ে লয়।
  81. চোরের মন বোঁচকার দিকে।
  82. চোরের মার কান্না।
  83. চোরের মাড় বড় গলা। আর চাহে দুদ কলা॥
  84. চোরের রাত্রিবাস লাভ।
  85. চোরের সঙ্গে বাদ করে ভুমিতে ভাত খাওয়া।
  86. চোরের সাক্ষী গাঁইট কাটা।
  87. চৌদ্দ শাকের মধ্যে, ওল পরামাণিক।
  1. স্পর্দ্ধা।
  2. চাউল