বিষয়বস্তুতে চলুন

পাতা:সুকুমার রায় রচনাবলী-প্রথম খণ্ড.djvu/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নন্দ পড়েন দাঁতকপাটি মখোস-টখোস ছেড়ে
গুপীর গায়ে জ্বরটি এল কম্প দিয়ে তেড়ে।
গ্রামের লোকে দৌড়ে তখন বদ্যি আনে ডেকে
কেউ-বা নাচে কেউ-বা কাঁদে রকম-সকম দেখে।
নন্দ গল্পীর মন্দ কপাল এম্নি হ’ল শেষে
দেখলে তাদের লাটোপটি সবাই মরে হেসে !

সন্দেশ—১৩২২

বিষম ডোজ

“অবাক কাণ্ড!” বল্লে পিসি, “এক চাঙারি মেঠাই এল-
এই ছিল সব খাটের তলায়, এক নিমেষে কোথায় গেল?”
“সত্যি বটে” বল্লে খড়ি, “আনলো দুসের মিঠাই কিনে—
হঠাৎ কোথায় উপসে গেল? ভেল্কিবাজি দপের দিনে ?”
“দাঁড়াও দেখি” বল্লে দাদা, “করছি আমি এর কিনারা
কোথায় গেল পটলা ট্যাঁপা--পাচ্ছি নে যে তাদের সাড়া?”
পর্দাঘেরা আড়াল দেওয়া বারান্দাটার ওই কোণেতে
চলছে কি-সব ফিস ফিস ফিস শনল দাদা কানটি পেতে।
পট্‌লা ট্যাঁপা ব্যস্ত দুজন টপটপাটপ মিঠাই ভোজে,
হঠাৎ দেখে কার দুটো হাত এগিয়ে তাদের কানটি খোঁজে।
কানের উপর প্যাঁচ ঘোরাতেই দুচোখ বেয়ে অশ্রু, ছোটে,
গিল্‌বে কি ছাই মখের মিঠাই, কান বুঝি যায় টানের চোটে।
পটলবাব্র হোমরা গলা মিল ট্যাঁপার চিকন সরে
জাগলো করুণ রাগরাগিণী বিকট তানে আকাশ জুড়ে৷

সন্দেশ—১৩৩০
২৫২
সকুমার সমগ্র রচনাবলী