পাতা:খুকুমণির ছড়া - যোগীন্দ্রনাথ সরকার.pdf/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
খুকুমণির ছড়া
১৭৭

ননীর গোপাল

২৫৭

ননীর গোপাল, ননীর শরীর, নধর নধর গা,
পাড়াপড়্‌‌শী ডাক্‌‌লে কারো ঘরকে যেও না!
তুমি আমার বুকভরা ধন, পরাণ পুতলি,
ঘরে থাকো বাছা আমার, উঠান আলো করি!


এস জামাই

২৫৮

এস জামাই, বসো খাটে,
পা ধোও গে গড়ের মাঠে;
পিঠ ভাঙ্‌‌বো চেলা কাঠে,
কেঁদে বেড়াবে মাঠে ঘাটে!

১২