এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭২
জাতীয় আন্দোলনে রবীন্দ্রনাথ
ও মা, আমার যে ভাই, তা’রা সবাই,
তোমার রাখাল তোমার চাষী।
* * * *
অথবা—
সার্থক জনম আমার
জন্মেছি এ দেশে।
সার্থক জনম মা গো,
তোমায় ভালোবেসে। ইত্যাদি
ইহাতেও কবির সেই স্বদেশপ্রেম ফুটিয়া উঠিয়াছে।
অন্য এক শ্রেণীর গানে কবি জাতিকে স্বাধীনতার তপস্যায় সর্বস্ব ত্যাগ করিতে আহ্বান করিয়াছেন, অত্যাচারীর রক্তনেত্র, নির্যাতন, নিপীড়ন উপেক্ষা করিয়া নির্ভীক উন্নত শিরে লক্ষ্যপথে অগ্রসর হইবার জন্য প্রেরণা দিয়াছেন:—
(১) যদি তোর ডাক শুনে কেউ না আসে,
তবে এক্লা চলো রে। ইত্যাদি
(২) তোর আপন জনে ছাড়্বে তোরে,
তা ব’লে ভাবনা করা চ’ল্বে না।
তোর আশা লতা প’ড়্বে ছিঁড়ে,
হয়তো রে ফল ফ’ল্বে না—
তা ব’লে ভাবনা করা চ’ল্বে না।
আসবে পথে আঁধার নেমে,
তাই ব’লেই কি রইবি থেমে,