বিষয়বস্তুতে চলুন

পাতা:সটীক মেঘনাদবধ কাব্য - মাইকেল মধুসূদন দত্ত (১৯১৯).pdf/১

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

সটীক

মেঘনাদবধ কাব্য

“মধুহীন কর নাগো তব মনঃ কোকনদে।

মাইকেল মধুসূদন দত্ত প্রণীত

সম্রাট্ জর্জ্জ, বিদ্যাসাগর, মধুসূদন, ঠাকুর রামকৃষ্ণ

প্রভৃতি রচয়িতা

শ্রীদেবেন্দ্রনাথ ভট্টাচার্য-সম্পাদিত

দ্বিতীয় সংস্করণ

ভট্টাচার্য্য এণ্ড সন্

কলিকাতা ও ময়মনসিংহ।

১৩২৬