মাইকেল মধুসূদন দত্ত।
বঙ্গবাণীর বরপুত্র মাইকেল মধুসূদন দত্ত মহাশয় আজ যশোহরবাসীর গৌরবের বস্তু। মাইকেল যশোহর জিলায় জন্মগ্রহণ করিলেও, যে দত্তবংশে তিনি উৎপন্ন, তাঁহারা যশোহরের আদি বাসকারী নহেন। মূল বংশ খুলনা জিলা অন্তর্গত তালাগ্রামবাসী।
৺রাজকিশোর দত্ত তালাগ্রামে বাস করিতেন। তিনি যশোহর জিলার সাগরদাঁড়ী গ্রামে বিবাহ করেন। দত্ত মহাশয়ের তিন পুত্র ভূমিষ্ঠ হয়। তন্মধ্যে জ্যেষ্ঠপুত্র রামনিধি দত্ত, মধ্যম দয়ারামকে লইয়া, পিতৃভূমি তালা ত্যাগ করিয়া মাতামহালয়ে আসিয়া বাস স্থাপন করেন। সর্ব্ব কনিষ্ঠ মাণিকরাম তালাগ্রামেই রহেন।
৺রামনিধি দত্তের চারি পুত্র জন্মগ্রহণ করেন। তন্মধ্যে জ্যেষ্ঠের নাম রাজনারায়ণ, অপর তিন জনের নামে দেবীপ্রসাদ, মদনমোহন, রাধামোহন। রাজনারায়ণ দত্তের চারি বিবাহ; জ্যেষ্ঠ পত্নীর নাম জাহ্নবী দাসী। জাহ্নবী দাসীর তিন পুত্র জন্মে, জ্যেষ্ঠ শ্রীমধুসূদন; অপর দুইটী মুকুলেই বিনষ্ট হয়। রাজনারায়ণের অপর পত্নীত্রয় নিঃসন্তানা।
রামনিধি দত্তের আমল হইতেই দত্ত পরিবারের অবস্থা