বিষয়বস্তুতে চলুন

পাতা:রোগশয্যায়-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

রােগশয্যায়

হে প্রভাতসূর্য
আপনার শুভ্রতম রূপ
তোমার জ্যোতির কেন্দ্রে হেরিব উজ্জল,
প্রভাতধ্যানেরে মোর সেই শক্তি দিয়ে
করো আলোকিত,
তুর্বল প্রাণের দৈন্য
হিরন্ময় ঐশ্বর্ষে তোমার
দূর করি' দাও
পরাভূত রজনীর অপমানসহ॥

উদয়ন
২১ নভেম্বর, ১৯৪০