পাতা:উৎসর্গ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৪০

মন্ত্রে  সে যে পূত।
রাখীর  রাঙা সুতো
বাঁধন  দিয়েছিনু হাতে-
আজ কি  আছে সেটি সাথে!
বিদায়বেলা এল  মেঘের মতো ব্যেপে,
গ্রন্থি বেঁধে দিতে  দু হাত গেল কেঁপে,
সেদিন থেকে থেকে  চক্ষুদুটি ছেপে।
ভরে যে এল জলধারা।
আজকে বসে আছি  পথের এক পাশে,
আমের ঘন বোলে  বিভোল মধুমাসে
তুচ্ছ কথাটুকু  কেবল মনে আসে।
ভ্রমর যেন পথহারা-
সেই-যে বাম হাতে  একটি সরু রাখী
আধেক রাঙা, সোনা আধা,
আজো কি আছে সেটি বাঁধা!

পথ যে কতখানি
কিছুই নাহি জানি,
মাঠের গেছে কোন্ শেষে
চৈত্র-ফসলের দেশে।

৭৯