এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রতিশোধ।
গাথা।
গভীর রজনী, নীরব ধরণী,
মুমূর্যু পিতার কাছে
বিজন আলয়ে, আঁধার হৃদয়ে,
বালক দাড়ায়ে আছে।
বীরের হৃদয়ে ছুরিকা বিঁধানো,
শোণিত বহিয়ে যায়,
বীরের বিবর্ণ মুখের মাঝারে
রোষের অনল ভায়।
পড়েছে দীপের অফুট আলোক
আঁধার মুখের পরে,
সে মুখের পানে চাহিয়া বালক,
দাঁড়ায়ে ভাবনা ভরে।
দেখিছে পিতার অসাড় অধরে
যেন অভিশাপ লিখা,
ষ্ফুরিছে আঁধার নয়ন হইতে
রোষের অনল শিখা—