পাতা:কণিকা (১৮৯৯) রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

ছলনা

সংসার মোহিনী নারী কহিল সে মোরে,
‘তুমি আমি বাঁধা রব নিত্য প্রেমডোরে।’
যখন ফুরায়ে গেল সব লেনা-দেনা
কহিল, ‘ভেবেছ বুঝি উঠিতে হবে না?’

১০১